নিয়ামতপুরে রাস্তার সরকারী গাছ কাটার অভিযোগ

প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৩; সময়: ৩:৩৫ অপরাহ্ণ |
নিয়ামতপুরে রাস্তার সরকারী গাছ কাটার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, নিয়ামতপুর : নিয়ামতপুরে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ উঠেছে উপজেলার সদর ইউনিয়নের পানিশাইল গ্রামের মৃত-আব্দুল করিমের ছেলে সাবেক ইউপি সদস্য রেজাউল করিম, মৃত- মহির উদ্দিনের ছেলে মন্তাজ আলী ও ফজলুর ছেলে মর্তুজার বিরুদ্ধে।

২৩ জানুয়ারী সোমবার উপজেলার সদর ইউনিয়নের পানিশাইল গ্রামের সরকারী রাস্তার পাশের্^ তিন আমগাছ কেটে নিয়েছে ঐ অভিযুক্ত ব্যক্তিরা।

এ বিষয়ে জনস্বার্থে একই গ্রামের মৃত- আলাউদ্দিনের ছেলে ইয়াসিন সরদার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ঐ দিন রাস্তার ধারে মাঝারী সাইজের তিনটি আমগাছ রেজাউল করিম, মন্তাজ আলী ও মর্তুজার লোকজন কেটে নিয়ে যায়। কর্তনকৃত আমগাছগুলির আনুমানিক মূল্য প্রায় ৪৫ হাজার টাকা।

জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের পানিশাইল গ্রামের পাশের্^ সরকারি রাস্তায় তিনটি মাঝারি আমগাছ ছিল। ২৩ জানুয়ারী সোমবার অভিযুক্ত ব্যক্তিরা লোক লাগিয়ে গাছগুলো তিনি কেটে ফেলেন। এরপর স্থানীয় ব্যক্তিরা উপজেলা ভূমি অফিসে বিষয়টি জানানো হয়।

এ বিষয়ে অভিযুক্ত রেজাউল ইসলাম বলেন, গাছগুলো আমাদের লাগানো, তাই গাছগুলি কেটে নিয়েছি।

উপজেলা নির্বাহী অফিসার ফারুক সুফিয়ান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে