নজরকাড়া এক ‘বালিশ মিষ্টির’ দামই ৩০০ টাকা

প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৩; সময়: ৫:০৫ অপরাহ্ণ |
নজরকাড়া এক ‘বালিশ মিষ্টির’ দামই ৩০০ টাকা

পদ্মাটাইমস ডেস্ক : যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে শুরু হয়েছে মধুমেলা। মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। এবারের মধুমেলায় নজর কেড়েছে ‘বালিশ মিষ্টি’। একটি মিষ্টিরই ওজন এক কেজি। প্রতি পিসের দাম ৩০০ টাকা।

মধুমেলায় এ মিষ্টি নিয়ে এসেছে নড়াইল থেকে আগত টুম্পা মিষ্টান্ন ভাণ্ডার। নড়াইল এবং সাতক্ষীরার কারিগররা ‘বালিশ মিষ্টি’ তৈরি করেছেন। মেলায় আসা অনেক দর্শনার্থী এই মিষ্টি দেখতে ও স্বাদ নিতে ভিড় করছেন। অনেকেই বাড়ির জন্য কিনে নিয়ে যাচ্ছেন।

মেলায় আসা মোমিতা বিশ্বাস নামে এক দর্শনার্থী জানান, তিনি সাতক্ষীরা থেকে মেলায় ঘুরতে এসেছেন। মধুমেলার ‘বালিশ মিষ্টি’ নিয়ে বেশ আলোচনা হচ্ছে। এক কেজি ওজনের একটি মিষ্টির দামই ৩০০ টাকা।

এ বিষয়ে টুম্পা মিষ্টান্ন ভাণ্ডারের স্বত্বাধিকারী সাইদুর রহমান জানান, দেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা আসেন মধুমেলায়। এ মেলার জন্য উন্নতমানের ‘বালিশ মিষ্টি’ তৈরি করা হয়। আগে বালিশ মিষ্টি দাম ২০০ থেকে ২৫০ টাকা হলেও এবার কিছুটা বেড়েছে।

এবারের মধুমেলা শুরু হয়েছে গত ২৫ জানুয়ারি। এ মেলা আগামী ৩১ জানুয়ারি শেষ হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে