পোষা কুকুরের ‘ছোড়া’ গুলিতে যুবকের মৃত্যু

প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৩; সময়: ২:০৩ অপরাহ্ণ |
পোষা কুকুরের ‘ছোড়া’ গুলিতে যুবকের মৃত্যু

পদ্মাটাইমস ডেস্ক : শিকার করতে বেরিয়েছিলেন যুক্তরাষ্ট্রের কানসাসের বাসিন্দা এক যুবক। কিন্তু পোষা কুকুরের হাতে নিজেই ‘শিকার’ হলেন তিনি।

গত শনিবার কেউডা স্প্রিংস শহরের কাছে পোষা কুকুরের ‘ছোড়া’ গুলিতে ৩০ বছর বয়সি ওই যুবকের মৃত্যু হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ রয়েছে।

পুলিশ কর্মকর্তারা বলছেন, ঘটনাটি ঘটেছে একটি পিকআপে। গাড়িটির পেছনে যেসব জিনিসপত্র পাওয়া গেছে, তাতে এটি শিকার-সম্পর্কিত ঘটনা বলে ধারণা করা হচ্ছে। নিহত ব্যক্তি বসে ছিলেন পিকআপের চালকের পাশে যাত্রীর আসনে।

আর পিকআপের পেছনের অংশে ছিল গুলিভর্তি রাইফেল ও কুকুর। হঠাৎ কোনো কারণে কুকুরটির পা পড়ে রাইফেলের ট্রিগারের ওপর। আর অমনিই ঘটে যায় দুর্ঘটনা। গুলি বের হয়ে ভেদ করে যুবকের পিঠ।

ওয়েলিংটনের অগ্নিনির্বাপণ বিভাগের প্রধান টিম হে বলেন, চালকের আসনে থাকা ব্যক্তি অক্ষত ছিলেন। সামনার কাউন্টি শেরিফের দপ্তর এক বিবৃতিতে স্থানীয় গণমাধ্যমকে জানায়, কুকুরের পা লাগার কারণেই রাইফেল থেকে গুলি বের হয়ে গিয়েছিল। যাত্রীর আসনে থাকা ওই যুবকের পেছনে গুলি লাগে।

বিবৃতিতে আরো বলা হয়, ওই যুবককে বাঁচাতে জরুরি সেবা বিভাগে খবর দেওয়া হয়। তাকে বাঁচাতে সম্ভাব্য সব চেষ্টাই করা হয়। কিন্তু সব চেষ্টা ব্যর্থ হয়।

কাউন্টি শেরিফ দপ্তর জানিয়েছে, এ ঘটনায় অধিকতর তদন্ত চলছে। ওই গাড়ি ও কুকুরের প্রকৃত মালিক কে, তা প্রাথমিকভাবে জানা যায়নি।

ঘটনাস্থল থেকে ওই ঘাতক কুকুরটিকে উদ্ধার করে পশু কেন্দ্রে পাঠানো হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে