পাকিস্তানের ক্রীড়া মন্ত্রী হলেন ওয়াহাব রিয়াজ

প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৩; সময়: ২:০১ অপরাহ্ণ |
খবর > খেলা
পাকিস্তানের ক্রীড়া মন্ত্রী হলেন ওয়াহাব রিয়াজ

পদ্মাটাইমস ডেস্ক : ঢাকা ও চট্টগ্রামের পর্বের পর নবম আসরের বিপিএলের খেলা এখন চায়ের দেশ সিলেটে। এদিকে চলতি আসরে পাকিস্তানি পেসার ওয়াহাব রিয়াজ খেলছেন খুলনা টাইগার্সের হয়ে। শুধু খেলছেন বললে ভুল হবে, রীতিমতো মাতিয়ে রেখেছেন নিজের আগ্রাসী বোলিংয়ে। আসরে এখন পর্যন্ত ৬ ম্যাচে ১২ উইকেট নিয়ে আছেন সেরা বলারের তালিকায়। এরেই মাঝে সুখবর পেলেন বাঁহাতি এই পেস বলার। পাঞ্জাব সরকারে ক্রীড়া মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন তিনি।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মহসিন নকভি ১১ জনের তত্ত্বাবধায়ক মন্ত্রিসভার নাম ঘোষণা করেন। যেখানে ক্রীড়ামন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন ওয়াহাব রিয়াজ।

পাকিস্তানের একাধিক গণমাধ্যমে এ নিয়ে জানায়, ‘ওয়াহাব রিয়াজ পাঞ্জাবের তত্ত্বাবধায়ক সরকারের নতুন ক্রীড়া মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) থেকে ফেরার পর মন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি।’

এদিকে খুলনার দলে হয়ে খেলা তারেই স্বদেশি আজম খান ওয়াহাবের সাথে একটা ছবি দিয়ে টুইটারে লেখেন, ‘পাঞ্জাবের ক্রীড়া মন্ত্রীর সঙ্গে মজা করছি।’ সঙ্গে হ্যাশট্যাগ হিসেবে জুড়ে দিয়েছেন, ‘ব্যস্ত মানুষ।’

পাকিস্তানের বাঁহাতি এই পেসার জাতীয় দলের জার্সি গায়ে ১৫৬টি ম্যাচ খেলে ২৩৭ উইকেট নিজের ঝুলিতে করে নেন। এছাড়া এ পেসার জাতীয় দলের হয়ে ছিলেন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দলে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে