চিনির দাম বেড়ে হবে ১০৭ টাকা, অথচ এখনই ১৩০

প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৩; সময়: ১:৪৪ অপরাহ্ণ |
চিনির দাম বেড়ে হবে ১০৭ টাকা, অথচ এখনই ১৩০

পদ্মাটাইমস ডেস্ক : বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশনের (বিএসআরএ) সবশেষ ঘোষণা অনুযায়ী, কেজিতে ৫ টাকা বাড়ছে চিনির দাম। এক্ষেত্রে প্রতি কেজি পরিশোধিত খোলা চিনি বিক্রি হবে ১০৭ টাকায়। আর পরিশোধিত প্যাকেটজাত চিনি বিক্রি হবে প্রতি কেজি ১১২ টাকায়। এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার কথা আগামী ১ ফেব্রুয়ারি থেকে।

শুক্রবার (২৭ জানুয়ারি) রাজধানীর বাজার ঘুরে দেখা গেলো ভিন্ন চিত্র। পাড়া-মহল্লায় দোকান থেকে শুরু করে বাজার পর্যন্ত কোথাও প্যাকেটজাত চিনির দেখা নেই।

প্যাকেট চিনি না থাকার কারণ জানতে চাইলে মুদি ব্যবসায়ী ফরহাদ হোসেন জানান, চিনি সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা চিনি দিচ্ছেন না। রাজধানীর মোহাম্মদপুরের এই ব্যবসায়ী বলেন, চিনির অর্ডার নেয় না অনেকদিন। তাদের কাছে নাকি চিনি নাই।

মিরপুর-১ নম্বর এলাকার মুদি ব্যবসায়ী সিরাজুল ইসলাম বলেন, প্যাকেট চিনির এক শ্রেণির কাস্টমার আছে। তাদেরকেও এখন বাধ্য হয়ে খোলা চিনি দিতে হচ্ছে।

মোহাম্মদপুর কৃষিমার্কেট ঘুরে দেখা যায়, পাইকারি বাজারে পাওয়া যাচ্ছে শুধু খোলা চিনি। তবে দাম বৃদ্ধির ঘোষণার সাথেই নড়েচড়ে বসেছেন একদল পাইকারি ও খুচরা ব্যবসায়ী। কারণ তারা দাম বাড়াতে পারবেন না। বরং কমাতে হবে।

কারণ বাজারে বর্তমানে প্রতিকেজি খোলা চিনি বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৩০ টাকা কেজি দরে। আর দাম বৃদ্ধির যে সিদ্ধান্ত হয়েছে, সে অনুযায়ী এক কেজি খোলা চিনির দাম হবে ১০৭ টাকা। অর্থাৎ ফেব্রুয়ারিতে কেজি প্রতি ৫ টাকা বেড়ে খোলা চিনির যে দাম হবে তার চাইতে কেজিতে ১৩ থেকে ২৩ টাকা পর্যন্ত বেশি দামে বিক্রি হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে মন্তব্য করতে রাজী নন বলে জানান মোহাম্মদপুর কৃষিমার্কেটের বেশিরভাগ ব্যবসায়ী।

পরিচয় প্রকাশ না করার শর্তে এক ব্যবসায়ী বলেন, এগুলো সিণ্ডিকেট ভাই। বাজার থেকে হুট করে প্যাকেট চিনি উঠে যায়, বুঝেন না? প্যাকেট চিনি নাই, এখন খোলা চিনির দিকে সবাই যাবে। তাই খোলা চিনির দাম ইচ্ছেমতো বাড়ানো যায়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে