তানোরে আসাদ, রাব্বানী ও মামুনকে অবাঞ্চিত ঘোষণা

প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৩; সময়: ১:১৭ অপরাহ্ণ |
তানোরে আসাদ, রাব্বানী ও মামুনকে অবাঞ্চিত ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, তানোর : তানোরে রাজশাহী জেলা আ’ লীগ সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, তানোর উপজেলা আ’ লীগ সাবেক সভাপতি গোলাম রাব্বানী ও তানোর উপজেলা আ’ লীগ সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনকে অবাঞ্চিত ঘোষনা করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে তানোর থানা মোড়ে তানোর উপজেলা আ’লীগের আয়োজনে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তারা এ ঘোষনা দেন।

তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপনের সভাপতিত্বে ও তানোর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রদীপ সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যার লুৎফর হায়দার রশিদ ময়না।

উপস্থিত ছিলেন তানোর উপজেলা পরিষদ ভাইস আবু বাক্কার, তানোর উপজেলা পরিষদ নারী ভাইস চেয়ারম্যার সোনিয়া সরদার, বাধাইড় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, কামারগা ইউপি চেয়ারম্যান ফজলে রাব্বী ফরহাদ প্রমুখ। এসময় বিভিন্ন ইউনিয়ন এবং পৌর সভার আ’ লীগ, যুবলীগ, মহিলালীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মি ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রাজশাহীতে প্রধান মন্ত্রীর আগমন ও জনসভা সফল করার লক্ষে গতকাল বুধবার বিকালে ‘আমরা শেখ হাসিনার লোক’র ব্যানারে প্রচার মিছিল ও তানোর থানা মোড়ে পথসভায় স্থানীয় সংসদ সদস্য আলহাজ ওমর ফারুক চৌধুরীকে নিয়ে কটুক্তি করেন রাজশাহী জেলা আ’ লীগ সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ।

এরই প্রতিবাদে আজ বৃহস্পতিবার বিকালে তানোর আ’ লীগের আয়োজনে প্রতিবাদ সভায় এই তিন নেতাকে তানোরে অবাঞ্চিতের ঘোষণা করেন বক্তারা।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে