লালপুরে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস

প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৩; সময়: ৫:২৮ pm |
লালপুরে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস

নিজস্ব প্রতিবেদক, লালপুর : নাটোরের লালপুর উপজেলায় শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার শহীদ মমতাজ উদ্দিন স্টেডিয়ামে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহীদুল ইসলাম বকুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানিকভাবে প্রতিযোগীতার উদ্বোধন করেন।

উপজেলা নির্বাহী অফিসার শামিমা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, গোপালপুর ডিগ্রী ও অনার্সকলেজের অধ্যক্ষ বাবুল আকতার, আওয়ামী লীগ নেতা আনিসুজ্জামান বাবু, রোকনুল ইসলাম প্রমুখ।

একই সময়ে ক্ষুদ্র নৃ-গোষ্টির শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষা উপবৃত্তি ছাড়াও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

দিনভর খেলা শেষে বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
topউপরে