সিরাজগঞ্জে অস্ত্র মামলায় ২ জনের যাবজ্জীবন

প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৩; সময়: ৫:১২ অপরাহ্ণ |
সিরাজগঞ্জে অস্ত্র মামলায় ২ জনের যাবজ্জীবন
নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : অস্ত্র মামলায় সিরাজগঞ্জে দুই যুবককে যাবজ্জীবন দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জের স্পেশাল ট্রাইব্যুনাল-৬ এর বিচারক সুপ্রিয়া রহমান এ কারাদন্ড দেন। স্পেশাল ট্রাইব্যুনাল-৬ এর সরকারি কৌঁসুলি মহসিন খান রানা এ তথ্য নিশ্চিত করেছেন।
দন্ড প্রাপ্তরা হলেন, পাবনা জেলার খয়ের বাগান গ্রামের আব্দুল হেলাল খাঁর ছেলে মিজানুর রহমান মিজান (১৯) ও ভাউডাঙ্গা গ্রামের মৃত ইমান আলী বিশ্বাসের ছেলে আব্দুল ওয়াহাব (৩৫)। এদের মধ্যে আব্দুল ওয়াহাব পলাতক রয়েছেন।
মামলা সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৬ নভেম্বর সিরাজগঞ্জ সদর উপজেলার কাদাই গ্রামে সিলভার ডেল পার্কের মেইন গেটে অস্ত্র বেচাকেনা হচ্ছে এমন অভিযোগে সেখানে অভিযান চালায় পুলিশ।
এ সময় আব্দুল ওয়াহাবের কাছ থেকে একটি দেশীয় বন্দুক এবং মিজানুর রহমানের কাছ থেকে একটি দেশীয় বন্দুক ও একটি কার্তুজ উদ্ধার করা হয়। পরে আসামিদের স্বীকারোক্তি অনুযায়ী আব্দুল ওয়াহাবের বাড়ি থেকে ২৭টি পাইপগান উদ্ধার করা হয়।
এ ঘটনায় সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়। সরকারি কৌসুলি মহসিন খান রানা বলেন, মামলা চলাকালে ৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। আসামীদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় ২ জনকে কারাদন্ডের আদেশ দেন আদালত।
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে