পত্নীতলায় হাইব্রিড ধান রোপন উদ্বোধন

প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৩; সময়: ৪:২৩ অপরাহ্ণ |
পত্নীতলায় হাইব্রিড ধান রোপন উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, নওগাঁর : পত্নীতলায় প্রণোদনা কর্মসূচীর আওতায় হাইব্রিড বোরো ধানের সমলয়ে চাষাবাদে রাইচ ট্রান্সপ্লান্টারের সাহায্যে ধানের চারা রোপনের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার দুুপুরে উপজেলা কৃষি অফিসের আয়োজনে ঘোষনগর ইউনিয়নে গগনপুর মাঠে উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবু হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল গাফফার, স্বাগত বক্তব্য রাখেন কৃষি অফিসার কৃষিবিদ প্রকাশ চন্দ্র সরকার, প্রকল্পরের সভাপতি আলী উল আলম।

তিনি বলেন এই পদ্ধতিতে ট্রে করে চারা তৈরী করা সহ অনেক কিছু ব্যস্থব অভিজ্ঞতায় শিখেছি। আরো অনেক শিখার আছে। এতে ধান চাষে উৎপাদন খচর কমে উৎপাদন বৃদ্ধি করা সম্ভব। দেশ এভাবে খাদ্যে স্বয়ং সম্পন্ন হওয়া সম্ভব।

প্রকল্পের আওতায় ৬১ জন কৃষকের ১৫০ বিঘা জমি একত্রে সমলয়ে চাষাবাদে রাইচ ট্রান্সপ্লান্টারের সাহায্য ধান রোপন করছেন। সরকারি প্রনোদনা দিয়ে সার্বিক সহযোগীতা করছেন কৃষি অফিস।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে