কর্মী ছাঁটাইয়ের পর বোনাসেও কোপ গুগলের

প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৩; সময়: ১১:২৮ পূর্বাহ্ণ |
কর্মী ছাঁটাইয়ের পর বোনাসেও কোপ গুগলের

পদ্মাটাইমস ডেস্ক : চাকরি হারানোর ঘা এখনো দগদগে। এবার কর্মীদের প্রাপ্য বোনাসেও কোপ দেওয়ার পরিকল্পনা করেছে গুগল। সংস্থার অন্তর্বর্তী বৈঠক শেষে গুগলের সিইও সুন্দর পিচাই তেমন ইঙ্গিতই দিয়েছেন।

তবে, নিচুতলার কর্মীদের ওপর এর কোনো প্রভাব পড়বে না বলে স্পষ্ট জানানো হয়েছে। সুন্দর পিচাই বলেছেন, কাজের মান ও অভিজ্ঞতা দিয়ে এই বোনাস কাটার পরিমাণ কিছুটা হলেও কমানো সম্ভব।

সম্প্রতি এক ধাক্কায় ১২ হাজার কর্মী ছাঁটাই করেছে গুগল। কর্মীদের ছাঁটাইয়ের নোটিশ পাঠানো হয়েছে। রাত ৩টায় হঠাৎ অ্যাকাউন্ট বন্ধ করে চাকরি থেকে ছাঁটাই করে দেওয়া হয় কর্মীদের। তারপর আর বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

এ পরিস্থিতিতে অনেকেই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। চাকরি হারানোর পর সেই অভিজ্ঞতা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন অনেকেই।

গুগলের সিইও সুন্দর পিচাই অবশ্য জানিয়েছিলেন, এই কঠিন পরিস্থিতিতেও কর্মীদের পাশে থাকবে সংস্থা। কিন্তু তা আর হচ্ছে না বলেই আশঙ্কা কর্মীদের।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে