গোদাগাড়ী ইউএনওর বিরুদ্ধে ভুক্তভোগীদের অভিযোগ

প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৩; সময়: ৫:০৫ অপরাহ্ণ |
গোদাগাড়ী ইউএনওর বিরুদ্ধে ভুক্তভোগীদের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ীতে ভ্রাম্যমান আদালত কর্র্তৃক সাজার মামলার জাবেদা নকল সরবারহ ও সত্যায়িত কপি না দেওয়ায় গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানে আলমের বিরুদ্ধে রাজশাহী জেলা প্রশাসকের কাছে অভিযোগ করেছে ভুক্তভোগী ছয়টি পরিবার।

রোববার (২২ জানয়ারি) বেলা ১১টার দিকে রাজশাহী জেলা প্রশাসকের কাছে এই অভিযোগ করা হয়।

অভিযোগে উল্লেখ্য করা হয়, মামলা আপিলে বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে জাবেদা নকলের জন্য ভারপ্রাপ্ত কর্মকর্তা রেকর্ডরুম শাখা রাজশাহী কালেক্টরেট রাজশাহী বরাবর আবেদন করা হয়।

এই আবেদনের পরিপ্রেক্ষিতে ভারপ্রাপ্ত কর্মকর্তা রেকর্ডরুম শাখা রাজশাহী কালেক্টরেট গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনওর) নিকট সত্যায়িত কেস নথি সরবরাহের জন্য প্রেরণ করে।

সত্যায়িত কাগজপত্র সরবারহের জন্য পাওয়ার পরেও উপজেলা নির্বাহী কর্মকর্তা জানে আলম সত্যায়িত করেননি ।

ভুক্তভোগী পরিবারগুলো কাগজপত্র দেওয়ার জন্য গেলে (ইউএনও) জানে আলম বলেন, ভ্রাম্যমান আদালত কর্তৃক মামলার জরিমানার টাকা প্রদান না করলে সত্যায়িত কেস নথি প্রেরণ করা হবে না।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে