নন্দীগ্রামে ২৪ ঘন্টায় ৪টি মোটরসাইকেল চুরি

প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৩; সময়: ৩:১১ অপরাহ্ণ |
নন্দীগ্রামে ২৪ ঘন্টায় ৪টি মোটরসাইকেল চুরি

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রামে মাঝে মাঝেই মোটরসাইকেল চুরির ঘটনা ঘটছে। প্রকাশ্য দিবালোকে চুরির ঘটনা বেড়ে যাওয়ায় আতঙ্ক রয়েছেন মোটরসাইকেল মালিকরা। গত বৃহস্পতি ও শুক্রবার ২৪ ঘন্টার ব্যাবধানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৪টি মোটরসাইকেল চুরি হয়।

জানা গেছে, নন্দীগ্রামে শুক্রবার একদিনে তিনটি মোটরসাইকেল চুরি হয়। সকালে উপজেলার রণবাঘা কালিতলা থেকে ডিসকাভার ১২৫ সিসি মোটরসাইকেল রেখে বাজার করতে যায় কৃষক আব্দুল হান্নান। কিছু পর এসে দেখে তার মোটরসাইকেল নেই। একই দিন ব্যবসায়ী সাইফুল ইসলাম গোলাপ সিটি ১০০ সিসি মোটরসাইকেল নিয়ে ওমরপুর হাটে বাজার করতে যান। কিছুক্ষণ পরে এসে দেখেন মোটরসাইকেল সেখানে নেই। এছাড়া সন্ধ্যায় উপজেলার ভাটগ্রামে ইসলামী জালসা থেকে জেল হোসেন নামের এক ব্যক্তির ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল হারিয়েছে।

এদিকে বৃহস্পতিবার উপজেলার পন্ডিতপুকুর বাজার থেকে কৃষক তাইজুল ইসলামের সিটি ১০০ সিসি মোটরসাইকেল হারিয়ে যায়।

এদিকে চুরি যাওয়া মোটরসাইকেল মালিকরা থানায় জিডি করেও কোন প্রতিকার পাচ্ছেনা বলে দাবি ক্ষতিগ্রস্তদের। এছাড়া সিসি টিভি ক্যামেরায় চোর শনাক্ত হলেও চুরি যাওয়া কোন মোটরসাইকেল উদ্ধার করতে পারেনি পুলিশ।

স্থানীয়দের দাবি, অধিকাংশ চুরির ঘটনা ঘটেছে প্রকাশ্য দিবালোকে। অতি প্রয়োজনীয় ও শখের মোটরসাইকেল চুরি যাওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধারসহ চোরদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভুগিরা।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, মোটরসাইকেল চুরির ঘটনায় অভিযোগ পেয়েছি। চুরিকৃত মোটর সাইকেল উদ্ধারসহ জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করতে পুলিশ অভিযান চালাচ্ছে।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে