মুন্ডুমালা পৌর মেয়রের বিশেষ প্রস্ততি সভা
প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৩; সময়: ২:৩৯ pm |
খবর > আঞ্চলিক
নিজস্ব প্রতিবেদক, বরেন্দ্র অঞ্চল : ২৯ জানুয়ারী রাজশাহীতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে মুন্ডুমালা পৌর মেয়র সাইদুর রহমান পৌর এলাকার আওয়ামীলীগের নেতাকর্মীদের নিয়ে বিশেষ প্রস্ততি সভা করেছেন।
শুক্রবার সন্ধায় মুন্ডমালা আ,লীগের কার্যালয়ে পৌর মেয়র সাইদুর রহমানের সভাপতিত্বে এ প্রস্ততি সভা আয়োজন করা হয়।
সভা শেষে পৌর মেয়র সাইদুর রহমান জানান, আগামী ২৯ জানুয়ারী রাজশাহীতে মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার আগমন সফল করতে পৌর এলাকা হতে ১৮ টি বাসে প্রায় দেড় হাজার নেতাকর্মী যাওয়ার সিন্ধান্ত নেওয়া হয়েছে। যা সকল বাস ও নেতাকর্মীর খরচ আমি মেয়র হিসাবে নিজে করবো।
এছাড়াও ২১ জানুয়ারী শনিবার বিকালে পৌর এলাকা হতে প্রায় শতাধিক মোটরসাইকে নিয়ে প্রধানন্ত্রীর আগমন উপলক্ষ্যে আনন্দ মিছিল করা হবে বলে জানান মেয়র।
প্রস্ততি সভায় প্রায় দুশত নেতাকর্মী উপস্তিত ছিলেন।