পত্নীতলায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৩; সময়: ৫:০৮ অপরাহ্ণ |
পত্নীতলায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক, পত্নীতলা : কন কনে তীব্র শীতে নাকাল দেশের উত্তরের জনপদ নওগাঁ পত্নীতলা উপজেলার নিম্ন আয়ের মানুষগুলো।

“শুভ কাজে সবার পাশে ” এই প্রতিপাদ্য নিয়ে শীতার্ত, অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়ালো কালের কন্ঠ শুভসংঘ।

শুক্রবার (২০ জানুয়ারি) বিকালে পত্নীতলা সদর পুঁইয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বসুন্ধরা গ্রুপের সহায়তায় কালের কন্ঠ শুভ সংঘের আয়োজনে শীতার্ত শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

কালের কন্ঠ শুভ সংঘ পত্নীতলা উপজেলা শাখার সভাপতি এ জেড মিজানের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কালের কন্ঠ শুভ সংঘের পরিচালক জাকারিয়া জামান।

এ সময় উপস্থিত ছিলেন, পত্নীতলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, দৈনিক কালের কন্ঠ পত্রিকার নওগাঁ জেলা প্রতিনিধি ফরিদুল করিম, পত্নীতলা ও ধামইরহাট প্রতিনিধি হারুন আল রশিদ, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ ২৪ এর নওগাঁ প্রতিনিধি বাবুল আক্তার রানা, নজিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাংস্কৃতিক ব্যক্তি আল আমিন কবির সহ স্থানীয় সুধিজন প্রমূখ।

কম্বল নিতে আসা ষাটোর্ধ আনু বেগম বয়সের ভাড়ে সোজা হয়ে দাঁড়াতে পারে না লাঠিতে ভর দিয়ে ঠুক ঠুক করে চল আনু বেগম বলে অনেক শীত পরচে শীতে ঘুম ধরে না, খালি গাও কাঁপে কম্বল খান গায় দিয়া আরামে ঘুমাতে পারমু । চোখে মুখে আনন্দের ঝিলিক নিয়ে বলে যারা কম্বল দিলো আল্লাহ তার ভালো করুক।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে