ব্যাপকহারে কমেছে খালি চোখে দেখা তারা

প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৩; সময়: ৩:৫৬ অপরাহ্ণ |
ব্যাপকহারে কমেছে খালি চোখে দেখা তারা

পদ্মাটাইমস ডেস্ক : মানুষ খালি চোখে দেখতে পায় এমন তারার সংখ্যা গত এক দশকে ব্যাপকহারে কমে গেছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। সায়েন্স জার্নালে প্রকাশিত এক গবেষণায় এমন তথ্য মিলেছে।

জার্মান রিসার্চ সেন্টার ফল জিওসায়েন্সেসের বিজ্ঞানী ড. ক্রিস্টোফার কিবা বিবিসিকে বলেন, ‘আমাদের চোখে দেখা তারারা হারিয়ে যাচ্ছে।’

এর কারণ হিসেবে দায়ী করা হচ্ছে ‘স্কাইগ্লো’ অর্থাৎ আকাশের দিকে মানুষের জ্বালানো সব কৃত্তিম আলোকে। এলইডি লাইটের সহজলভ্যতার কারণেও দিনকে দিন আকাশে কৃত্তিম আলোর আধিপত্য বেড়েছে। ফলে আকাশ কৃত্তিম আলোয় কলুষিত হওয়ায় খালি চোখে তারাও দেখা যাচ্ছে কম।

ড. ক্রিস্টোফার কিবা এবং তার সহকর্মীরা ২০১১ সাল থেকে শুরু করে ১২ বছর ধরে গবেষণার পর এসব তথ্য জানিয়েছেন।

আকাশে কৃত্তিম আলোর পরিমাণ প্রতি বছর প্রায় ১০ শতাংশ করে বেড়েছে বলে জানান তারা। শহর এলাকায় এই কৃত্তিম আলোর পরিমাণ বেশি। উঁচু স্থাপনাগুলোসহ বিভিন্নভাবে আকাশ দখলে নিয়েছে কৃত্তিম আলো।

এর মানে বিজ্ঞানীরা বলছেন, রাতের বেলায় খালি চোখে আড়াইশ তারা দৃশ্যমান এমন কোনো একটি এলাকায় জন্ম নেওয়া শিশুটি তার ১৮ বছর বয়সে গিয়ে সেখান থেকে একশরও কম তারা দেখতে পাবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে