পদ্মা সেতুর উদ্বোধন স্মরণীয় রাখতে স্মারক রৌপ্য মুদ্রা

প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৩; সময়: ৩:৪৪ অপরাহ্ণ |
পদ্মা সেতুর উদ্বোধন স্মরণীয় রাখতে স্মারক রৌপ্য মুদ্রা

পদ্মাটাইমস ডেস্ক : পদ্মা সেতুর উদ্বোধনকে স্মরণীয় করে রাখতে এবার স্মারক রৌপ্য মুদ্রা মুদ্রণ করেছে কেন্দ্রীয় ব্যাংক।

আগামী রোববার থেকে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ১০০ টাকা মূল্যমানের এ মুদ্রা পাওয়া যাবে। পরে অন্যান্য শাখা অফিসে পাওয়া যাবে। স্মারক বাক্সসহ মুদ্রাটির মূল্য নির্ধারণ করা হয়েছে পাঁচ হাজার টাকা।

গতকাল বাংলাদেশ ব্যাংক থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

১০০ টাকা অভিহিত মূল্যের ৩৮ মিলিমিটার ব্যাসবিশিষ্ট ঢেউখেলানো আকৃতির ও ৯২৫ উৎকৃষ্ট মানের রৌপ্য দিয়ে তৈরি স্মারক মুদ্রার ওজন ৩০ গ্রাম।

মুদ্রার সম্মুখভাগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি এবং এর উপরিভাগে জাতির গৌরবের প্রতীক পদ্মা সেতু লেখা রয়েছে।

নিচের ভাগে ‘বাংলাদেশ ব্যাংক’, মূল্যমান ‘১০০’ ও ‘একশত টাকা’ অর্ধবৃত্তাকারভাবে মুদ্রিত রয়েছে। এ ছাড়া মুদ্রার পেছনে পদ্মা সেতুর ছবি দেওয়া হয়েছে।

এর আগে গত বছরের ২৬ জুন পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে ১০০ টাকা মূল্যমানের একটি স্মারক নোট অবমুক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজস্ব অর্থায়নে তৈরি পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে এ স্মারক নোটের অবমুক্ত করেন তিনি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে