দরিদ্রদের ভাগ্য পরিবর্তনে ব্যাপক কার্যক্রম চলছে: স্পিকার

প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৩; সময়: ৩:১৭ অপরাহ্ণ |
দরিদ্রদের ভাগ্য পরিবর্তনে ব্যাপক কার্যক্রম চলছে: স্পিকার

পদ্মাটাইমস ডেস্ক : জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে দেশের দারিদ্রের হার শতকরা ৪০ ভাগ থেকে ২১ ভাগে নেমে এসেছে। হতদরিদ্র মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য সারাদেশে ব্যাপক কার্যক্রম পরিচালিত হচ্ছে।

শুক্রবার দুপুরে মাদারীপুর সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপে এসব কথা বলেন তিনি।

স্পিকার বলেন, স্মার্ট বাংলাদেশের লক্ষ্য- পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নেয়া। আগামীর বাংলাদেশে কেউ পিছিয়ে থাকবে না। যারা এখনো দারিদ্র্যসীমার নিচে রয়েছে তাদের ভাতা দেওয়া হচ্ছে। বিনামূল্যে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ, মোবাইল ফোনের মাধ্যমে শিক্ষা ভাতা পৌঁছে দেওয়া হচ্ছে। তৃণমূল পর্যায়ে দারিদ্র্য বিমোচন কার্যক্রম চলছে। এসব কার্যক্রম আগামী দিনেও অব্যাহত থাকবে।

তিনি আরো বলেন, বর্তমানে দেশের কৃষকরা ১০ টাকায় ব্যাংক একাউন্ট খুলতে পারে। ব্যাংকিং সেবার মধ্যে কৃষকদের অন্তর্ভুক্ত করতেই এ ধরনের পরিকল্পনা। নারীদের সার্বিক উন্নয়নে সরকার ব্যাপক কার্যক্রম পরিচালনা করছে। তাদের দক্ষতা যাচাই, ক্ষুদ্র ও মাঝারি নারী উদ্যোক্তাদের আরো এগিয়ে আনা, জামানতবিহীন ঋণ দেওয়াসহ আইটি সেক্টরে এগিয়ে আনতে নিরলস পরিশ্রম করে যাচ্ছে সরকার।

এ সময় উপস্থিত ছিলেন- জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী, মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খান, সংরক্ষিত আসনের সংসদ সদস্য তাহমিনা বেগম, জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, পুলিশ সুপার মাসুদ আলম, জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লা, সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে প্রমুখ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে