ক্যানসার আক্রান্ত ক্রিকেটার শরিফের পাশে পাপন

প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৩; সময়: ১:০৮ অপরাহ্ণ |
খবর > খেলা
ক্যানসার আক্রান্ত ক্রিকেটার শরিফের পাশে পাপন

পদ্মাটাইমস ডেস্ক : ক্রিকেটার শরিফ হাসানের বন্ধু আফিফ হোসেন খেলছেন জাতীয় দলে। তখন তিনি জীবন যুদ্ধে বিছানায় শুয়ে লড়ে যাচ্ছেন। ক্যানসারে আক্রান্ত শরিফ এখন মাঠ ছেড়ে বিছানায়। ঠিক এমন সময়ে যুব দলে খেলা এই ক্রিকেটারের পাশে দাঁড়িয়ে চিকিৎসার ভরসা দিলেন বাংলাদেশ ক্রিকেটে বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। জানিয়েছেন, শরিফের চিকিৎসায় যা করতে হয় তাই করবে বোর্ড।

বুধবার মুঠোফোনে নাজমুল হাসান পাপন শরিফের সঙ্গে কথা বলেন। তখনই দিয়েছেন সাহস। এমন কী মানসিকভাবে শক্ত থাকার পরামর্শও দিলেন শরিফকে। বললেন, চিকিৎসা নিয়ে দুশ্চিন্তা না করতে। তার জন্য যা ভালো হবে তাই করা হবে। ভারতেও চিকিৎসার বিষয়ে উদ্যোগ নিতে যাচ্ছে বিসিবি।

সুস্থ হয়ে শরিফ আবারো ফিরতে চান মাঠের ক্রিকেটে। তিনি বলছিলেন, ‘যখন শুয়ে থাকি তখন ভাবি কবে মাঠে যাবো, খেলব। ডাক্তার বলেছেন ইন্ডিয়াতে চিকিৎসা করাতে। বাংলাদেশে এটার আসলে ট্রিটমেন্ট নাই। থাকলেও চিকিৎসায় লাগবে অনেক সময়। মানসিকভাবে শক্ত আছি। স্পোর্টসম্যানরা এমনিতেই শক্ত থাকে। কিন্তু আমার মনে হয়, চিকিৎসাটা হয়ে গেলে আমি সুস্থ হয় যাবো।’

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে