‘দামাল’ দিয়ে দ্যুতি ছড়াবেন মিম

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৩; সময়: ৫:৪১ অপরাহ্ণ |
খবর > বিনোদন
‘দামাল’ দিয়ে দ্যুতি ছড়াবেন মিম

পদ্মাটাইমস ডেস্ক : গত বছর বাংলা সিনেমার পালে হাওয়া দিয়েছে ‘পরাণ’ সিনেমা। এতে অনবদ্য অভিনয় করে দর্শকের মন জয় করেছেন বিদ্যা সিনহা মিম। সেই রেশ থাকতেই এ তারকা হাজির হন তার পরবর্তী সিনেমা ‘দামাল’ নিয়ে।

গত বছরের ২৮ অক্টোবর মুক্তির পায় ‘দামাল’। বেশ প্রশংসিত হয়েছে ছবিটি। এখনো প্রেক্ষাগৃহে ছড়াচ্ছে মুগ্ধতা। এবার মুক্তিযুদ্ধ নিয়ে নির্মিত মিমের এই ছবিটি প্রদর্শিত হবে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। আজ বুধবার উৎসবের পঞ্চম দিন। সূচী অনুযায়ী এদিন সন্ধ্যা সাতটায় ছবিটি দেখানো হবে ‘বাংলাদেশ প্যানারোমা’য়।

মুক্তিযুদ্ধ ও সেই সময়ের স্বাধীন বাংলা ফুটবল দল নিয়ে তৈরি হয়েছে সিনেমাটির গল্প। ফরিদুর রেজা সাগরের কাহিনিতে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এই ছবির পরিচালক রায়হান রাফী। পরিচালকের সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য করেছেন নাজিম উদ দোলা। এতে মিম ছাড়াও অভিনয় করবেন শরিফুল রাজ, সিয়াম, সাঈদ বাবু, রাশেদ মামুন অপু, শাহনাজ সুমী, লাক্স তারকা অথৈ, পূজা, বৃষ্টি প্রমুখ।

আন্তর্জাতিক এই চলচ্চিত্র উৎসবে ‘দামাল’ ছাড়াও জায়গা করে নিয়ছে ‘হাওয়া’, ‘বিউটি সার্কাস’, ‘পাপপুণ্য’, ‘সাঁতাও’, ‘দেশান্তর’সহ মোট ৯টি ফিচার ফিল্ম। এছাড়াও এ উৎসবে স্থান পেয়েছে ‘ওরা ৭ জন’ ও ‘দুর্বার গতি পদ্মা’ নামের একটি প্রামাণ্যচিত্র।

১৪ জানুয়ারি শুরু হয়েছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। নয়দিনব্যাপী চলবে এ আসর। বিশ্বের ৭১টি দেশের ২৫২টি চলচ্চিত্র প্রদর্শিত হবে এবার। ২২ জানুয়ারি পর্দা নামবে উৎসবের।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে