দেশে প্রথমবারের মতো নিজেদের তৈরি রকেট উৎক্ষেপণ ২৬ মার্চ

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৩; সময়: ৪:৫২ অপরাহ্ণ |
দেশে প্রথমবারের মতো নিজেদের তৈরি রকেট উৎক্ষেপণ ২৬ মার্চ

পদ্মাটাইমস ডেস্ক : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ২৬ মার্চ দেশের আকাশে প্রথমবারের মতো নিজেদের তৈরি রকেট উৎক্ষেপণ করা হবে।

বুধবার রাজধানী মহাখালীতে বিএএফ শাহীন হলে রকেট্রি ইনোভেশন চ্যালেঞ্জ-২০২২ এর পুরস্কার প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

জুনাইদ আহমেদ পলক বলেন, আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবসে দেশের আকাশে প্রথমবারের মতো উৎক্ষেপণ করা হবে নিজেদের তৈরি রকেট। স্বাধীনতা দিবসে ময়মনসিংহের শিক্ষার্থী নাহিয়ান আল রহমানের তৈরি করা রকেট ওড়ানো হবে।

এবারের প্রতিযোগিতায় ১২৪ জনকে পেছনে ফেলে যৌথভাবে সেরা নির্বাচিত হন নাহিয়ান। পুরস্কার হিসেবে নাহিয়ানের হাতে ৫০ লাখ টাকার চেক তুলে দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এছাড়া অপর বিজয়ী জাদুল হককে দেওয়া হয়েছে এক কোটি টাকা।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে