টুইটারের ‘ব্লু টিক’ কিনছেন তালেবান কর্মকর্তারা

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৩; সময়: ১২:৩২ অপরাহ্ণ |
টুইটারের ‘ব্লু টিক’ কিনছেন তালেবান কর্মকর্তারা

পদ্মাটাইমস ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের ভাবমূর্তি বাড়তে এবার টুইটারের ‘ব্লু টিক’ কিনছেন ক্ষমতাসীন তালেবানরা। অর্থাৎ মাইক্রোব্লগিং প্লাটফর্মে ওই কর্মকর্তাদের নামের পাশে এখন নীল রঙের টিক চিহ্ন শোভা পাচ্ছে।

আগে টুইটার নিজেই ‘সক্রিয়, সুপরিচিত ও জনস্বার্থের সঙ্গে সংশ্লিষ্ট প্রকৃত’ অ্যাকাউন্টগুলোতে এই ‘ব্লু টিক’ চিহ্ন দিত এবং এই বিশেষ চিহ্ন কেনা যেত না। কিন্তু এখন ব্যবহারকারীরা নতুন ‘টুইটার ব্লু সার্ভিসের’ মাধ্যমে এই সেবা কিনতে পারছেন।

এই সুযোগ কাজে লাগিয়ে অন্তত দুই তালেবান কর্মকর্তা ও আফগানিস্তানে তাদের চার সুপরিচিত সমর্থক তাদের অ্যাকাউন্টে এই বিশেষ চিহ্ন যোগ করেছেন বলে জানিয়েছে বিবিসি। এর মধ্যে হেদায়েতুল্লাহ হেদায়েত, তালেবানের ‘তথ্যের প্রবেশাধিকার’ বিভাগের প্রধান।

তার টুইটার অ্যাকাউন্টেও এখন ওই ‘ব্লু টিকের’ দেখা মিলছে। তার অ্যাকাউন্টে এক লাখ ৮৭ হাজার অনুসারী আছে, এই অ্যাকাউন্ট থেকে নিয়মিতই তালেবান প্রশাসন সংক্রান্ত বিভিন্ন তথ্য পোস্ট করা হয়। গত মাসে তার অ্যাকাউন্টে এই নীল চিহ্নটি দেখা যায়নি বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। চলতি মাস থেকে চিহ্নটি পুনরায় দেখা যাচ্ছে। আফগানিস্তানের তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের মিডিয়া ওয়াচডগের প্রধান আবদুল হক হাম্মাদের অ্যাকাউন্টেও ‘ব্লু টিক’ দেখা যাচ্ছে, প্ল্যাটফর্মে তার অনুসারী সংখ্যা এক লাখ ৭০ হাজার।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে