নওগাঁয় বইছে শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ৭ দশমিক ২

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৩; সময়: ১১:৫৫ am |
নওগাঁয় বইছে শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ৭ দশমিক ২

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ : নওগাঁয় ঘনকুয়াশা না থাকলেও জেলাজুড়ে বইছে শৈত্যপ্রবাহ। ভোর বেলায় কুয়াশার আস্তরন থাকলেও বেলা বাড়ার সাথে সাথে তা কেটে যাচ্ছে। কুয়াশা না থাকলেও শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। বুধবার (১৮ জানুয়ারি) সকাল ৬ টায় এবং ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ২ ডিগ্ৰি সেলসিয়াস।

কুয়াশা না থাকলেও ঠান্ডা হিমেল বাতাসে বাড়ছে শীতের তীব্রতা । গেলও কয়েকদিন জেলার তাপমাত্রা নিম্নমুখী। গতকাল জেলায় দেশের সর্বোনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

নওগাঁ বদলগাছি আবহাওয়া পর্যবেক্ষণাগার কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, গত কয়েকদিন থেকেই জেলা জুরে ঠান্ডা হাওয়া বইছে। এই ঠান্ডার প্রকোপ আরো বেশ কয়দিন থাকতে পারে। হিমেল বাতাসে মানুষের জীবন ঠান্ডায় জবুথবু অবস্থা। ফলে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। আজ তাপমাত্রা আরও কমে যাওয়ায় শীতের তীব্রতাও বৃদ্ধি পেয়েছে।

এদিকে ঠান্ডায় দিশেহারা হয়ে পড়েছে প্রান্তিক কৃষকরা। মাঠে গিয়ে কৃষি কাজ করতে কষ্টসাধ্য বিষয় হয়ে দাড়িয়েছে তাদের। সেই সাথে বিপাকে সাধারণ দিন মজুররা। সকালে যাদের জীবনের তাগিদে উপার্জনের জন্য ঘর থেকে কাজে বের হতে হয় তাদের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

এদিকে ঠান্ডা জনিত কারনে নওগাঁ সদর হাসপাতালে বৃদ্ধ ও শিশু রোগীদের চাপ বেড়েছে বলে জানিয়েছেন হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ জাহিদ নজরুল চৌধুরী । তিনি জানান- হাসপাতালে ডায়রিয়া নিউমোনিয়া জাতীয় রোগীদের চাপ বেড়েছে। ধারন ক্ষমতার অতিরিক্ত রোগী হওয়ায় তারা হাসপাতালের মেঝেতে চিকিৎসা দিতে বাধ্য হচ্ছে। জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ায় অতি প্রয়োজন ছাড়া ঘর বের না হওয়ার পরামর্শ দেন এই কর্মকর্

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
topউপরে