ভেজাল গুড় তৈরির অপরাধে বাঘায় চার জনকে দুই লাখ টাকা জরিমানা

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৩; সময়: ৯:৫৯ অপরাহ্ণ |
ভেজাল গুড় তৈরির অপরাধে বাঘায় চার জনকে দুই লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় মোবাইল কোর্ট পরিচালনা করে ভেজাল গুড় ও গুড় তৈরীর সরঞ্জাম জব্দ সহ ভেজাল গুড় প্রস্তুত কারক ৪ জনকে ২,০০,০০০/-(দুই লক্ষ টাকা) জরিমানা করা হয়েছে।

দন্ডপ্রাপ্তরা হলেন-বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের আটঘরি গ্রামের মৃত খেজের উদ্দীন প্রামানিকের ছেলে মোঃ এনামুল হক (৩৫), মোঃ রেজাউল করিম (৩২), মোঃ কুদ্দুস আলী (৪০), মৃত ছোবহান প্রামানিকের ছেলে মোঃ রকছেদ আলী (৪৫)।
সোমবার (১৬-০১-২০২৩) র‌্যাব-৫ এর কোম্পানি কমান্ডার রাকিব হোসেনের নের্তৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব-৫ এর প্রেস বিজ্ঞপ্তি সুত্রে এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে,বাঘা উপজেলার আটঘরি গ্রামে কতিপয় ভেজাল গুড় ব্যবসায়ী লোক চক্ষুর আড়ালে নিজ বসত বাড়ীতে বিভিন্ন ক্ষতিকর উপাদান মিশ্রিত করে ভেজাল গুড় তৈরী করছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল অভিযান পরিচালনা করেন এবং ভেজাল গুড় ও গুড় তৈরীর উপকরন জব্দ করেন।

ভ্র্যাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহি অফিসার শারমিন আখতার জানান,ভেজাল গুড় উৎপাদন বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করে তাদের জরিমানা করা হয়েছে। ভেজাল গুড়সহ উপকরণ ধ্বংশ করা হয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে