শিবগঞ্জে সাব-রেজিস্ট্রারের ঘুষ বাণিজ্য ও অনিয়মের অভিযোগে বীরমুক্তিযোদ্ধাদের মানববন্ধন

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৩; সময়: ৯:৩৯ অপরাহ্ণ |
শিবগঞ্জে সাব-রেজিস্ট্রারের ঘুষ বাণিজ্য ও অনিয়মের অভিযোগে বীরমুক্তিযোদ্ধাদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : শিবগঞ্জে সাব-রেজিস্ট্রার ইউসুফ আলীর অনিয়ম, ঘুষ বাণিজ্য ও জনসাধারণকে হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও প্রেস ব্রিফিং করেছেন স্থানীয় বীরমুক্তিযোদ্ধারা। মঙ্গলবার দুপুরে উপজেলার বীরমুক্তিযোদ্ধাবৃন্দের ব্যানারে শিবগঞ্জ সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ঘণ্টাব্যাপি চলা মানববন্ধনে বক্তারা বলেন, জনসাধারণকে হয়রানি ও ঘুষ বাণিজ্যের অভিযোগে ভুক্তভোগীদের হামলার শিকার হন সাব-রেজিস্ট্রার ইউসুফ আলী। কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তার ওপর দায় চাপানোর অপচেষ্টা মুক্তিযোদ্ধারা মেনে নেবে না। অবিলম্বে দুর্নীতিবাজ সাব-রেজিস্ট্রার ইউসুফ আলীকে চাকরি থেকে অব্যাহতির জোর দাবি জানান বক্তারা।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বজলুর রশিদ সনু, সাবেক ডেপুটি কমান্ডার আবদুল হামিদ, জেলা কমান্ডের সহ-সাংগঠনিক কমান্ডার তরিকুল ইসলাম ও সাংবাদিক বীরমুক্তিযোদ্ধা তসলিম উদ্দিনসহ অন্যরা। এছাড়াও শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, সাংবাদিক ও স্থানীয় বীরমুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ মানববন্ধনে অংশ নেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে