গোদাগাড়ী ভূমি অফিসে সেবা প্রত্যাশিদের জিম্মি করে অর্থ আদায় করায় কথিত সাংবাদিকের জেল

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৩; সময়: ৭:০৫ অপরাহ্ণ |
গোদাগাড়ী ভূমি অফিসে সেবা প্রত্যাশিদের জিম্মি করে অর্থ আদায় করায় কথিত সাংবাদিকের জেল

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ভূমি অফিসের সেবা প্রত্যাশিদের জিম্মি করে অর্থ আদায় ও বিভিন্ন ভাবে সরকারি কাজে বাধা প্রদান করায় এক কথিত সাংবাদিককে ১৫ দিনের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার বিকেলে এই সাজা দেন গোদাগাড়ী সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ হাসান।

সাজাপ্রাপ্ত কথিত সাংবাদিকের নাম মিনহাজুল ইসলাম।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সবুজ হাসান জানান, মঙ্গলবার সকাল থেকে মিনহাজুল ইসলাম ভূমি অফিসে সেবা নিতে আসাদের সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন কাজ করে দিবে বলে টাকা পয়সা নিয়ে প্রতারণা করে আসছিলো। এছাড়াও এই অফিসে বিভিন্ন কাজে বাঁধা বিঘ্ন করছিলো।

এমন কাজের গতিবিধি লক্ষ্য করে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে সাংবাদিক পরিচয় দেয়। এই সময় তার কাছে থাকা ভোরের চেনতা নামের পত্রিকার প্রেস কার্ড পাওয়া যায়। তার কার্ডে মোবাইল করেসপন্ডডেন্ট রাজশাহী লেখা ছিলো।

এমন নামের কোন পত্রিকা বা সাংবাদিক আছে কিনা এসব জানার জন্য খোঁজ নেওয়া হলে তাকে কেউ চিনতে ও পত্রিকার নাম শোনেনি বলে জানা যায়। পরে বুঝতে পারি সে সাংবাদিক পরিচয় দিয়ে প্রতারণা করছে।

সে রাজশাহী দুর্গাপুর উপজেলার মিরপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে।

পরে তাকে ভ্রাম্যমান আদালত বসিয়ে ভূমি সেবা প্রত্যাশীদের জিম্মি করে অর্থ আদায়সহ সরকারি কাজে বিভিন্নভাবে বাধা প্রদান করার অপরাধে দন্ডবিধি ১৮৬০ এর ১৮৬ ধারা অনুসারে ১৫ (পনের) দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে