নতুন প্রজন্মের সাথে পরিচয় করিয়ে দিতে পাবনায় পিঠা উৎসব

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৩; সময়: ১১:০০ পূর্বাহ্ণ |
নতুন প্রজন্মের সাথে পরিচয় করিয়ে দিতে পাবনায় পিঠা উৎসব

নিজস্ব প্রতিবেদক, পাবনা : আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যেতে বসেছে গ্রামবাংলার ঐতিহ্যবাহি নানা রকম পিঠা। যান্ত্রিক জীবনে নতুন প্রজন্ম কতটুকুই জানে না এসব পিঠার নাম। লোকজ ঐতিহ্যবাহি খাবার ধরে রাখা ও নতুন প্রজন্মের সাথে পরিচয় করিয়ে দিতে পাবনার আটঘরিয়ায় অনুষ্ঠিত হয়ে গেলো পিঠা উৎসব।

সোমবার বিকেলে আটঘরিয়া পৌর সদরের দেবোত্তর বাজারে অষ্টমবারের মতো এই পিঠা উৎসবের আয়োজন করে হ্যাপী টেকনোলোজি পরিবার। ফিতা কেটে পিঠা উৎসব উদ্বোধন করেন পৌর মেয়র শহিদুল ইসলাম রতন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাকসুদা আক্তার মাশু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার জহুরুল ইসলাম, আটঘরিয়া থানার ওসি আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন। পরে অতিথিরা পিঠার স্টল ঘুরে দেখেন। পিঠা উৎসব দেখতে ভীড় জমে নানা বয়সী মানুষের।

নানা স্বাদের প্রায় ৪শ’ রকমের পিঠা নিয়ে প্রতিযোগিতায় অংশ নেন গৃহিণী, শিক্ষার্থী সহ অনেকে। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে