বিএনপির বাঘায় ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৩; সময়: ৮:২৩ অপরাহ্ণ |
বিএনপির বাঘায় ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক, বাঘা : বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদসহ ১০ দফা বাস্তবায়নের দাবিতে রাজশাহীর বাঘায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছে উপজেলা বিএনপি।

রাজশাহী জেলা বিএনপির আহ্বয়ক আবু সাঈদ চাঁদের নের্তৃত্বে বাঘা পৌরসভার বাজুবাঘা এলাকার কদবেল তলা থেকে ঝটিকা মিছিল নিয়ে বিক্ষোভ এ কর্মসূচি পালন করে।

পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক সুরুজ্জামান সুরুজ জানান, সোমবার (১৬ জানুয়ারি) বিকেলে বিএনপির দলীয় কর্মসূচির অংশ হিসেবে, বিক্ষোভ মিছিল করেছি। তবে বিভিন্নভাবে পুলিশের বাঁধার সন্মুখিন হতে হয়েছে। এর আগের দিন রাতে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তাফা মামুন গ্রেপ্তারের নিন্দা জানিয়ে বলেন, বর্তমান অগণতান্ত্রিক সরকার মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্রকে ধ্বংস করেছে। গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য অবৈধ সরকারের পতনের বিকল্প নেই। সরকার বিএনপিকে চরম ভাবে ভয় পাচ্ছে বলেই অহেতুক নেতা-কর্মীদের গ্রেপ্তার করছে। তবে গ্রেপ্তার করে বিএনপিকে দমিয়ে রাখা যাবেনা।

বাঘা থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল করিম জানান, সমবেত হওয়ার খবরে ঘটনাস্থল এলাকায় যাওয়ার আগেই তারা চলে গেছে। চোরাগুপ্ত ভাবে সদর এলাকার বাইরে করে ফেসবুকে দিতে পারে। উপজেলা সদর এলাকায় কোন বিক্ষোভ মিছিল করতে পারেনি বিএনপি। আগের দিন রাতে আব্দুল লতিফকে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে গ্রেপ্তারের পর সোমবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে