নিরাপত্তা চেয়ে রাবি শিক্ষার্থীর আবেদন

প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৩; সময়: ৪:৩৩ অপরাহ্ণ |
নিরাপত্তা চেয়ে রাবি শিক্ষার্থীর আবেদন

জ্যেষ্ঠ প্রতিবেদক, রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘পরিকল্পিত হামলা’র বিচার ও নিরাপত্তা চেয়ে অভিযোগ দিয়েছেন এক শিক্ষার্থী। সোমবার বেলা ১২টার দিকে প্রক্টর অফিসে এই সংক্রান্ত লিখিত অভিযোগ দেন ফাইন্যান্স বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আল ফারাবি।

অভিযুক্তরা হলেন একই শিক্ষাবর্ষে মার্কেটিং বিভাগের শিক্ষার্থী জয়, ফরহাদ, রাফি ও গ্রাফিক্স ডিজাইন বিভাগের অন্তর। সহকারি প্রক্টর মো. জহুরুল আনিস আভিযোগপত্রটির বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযোগপত্রে ভূক্তভোগী শিক্ষার্থী আল ফারাবি উল্লেখ করেন, গত ১৫ জানুয়ারি সন্ধ্যায় বিশ^বিদ্যালয়ের টুকিটাকিতে অভিযুক্ত জয়, ফরহাদ ও রাফির সাথে বাকবিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। ওই দিন রাতে বিনোদপুর এলাকায় মিটমাটের কথা বলে ফারাবিকে ডেকে আনে অন্তর।

এসময় জয়, ফরহাদ, রাফিসহ আরও কয়েক জন স্থানীয় যুবক ফারাবিকে এলোপাতাড়ি কিল, ঘুষি ও লাঠি দিয়ে গুরুতর আহত করে। পরে তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয় মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সোমবার নিরাপত্তা চেয়ে প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ফারাবি।

এ বিষয়ে অভিযুক্ত জয়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে রাজি হননি। বিশ^বিদ্যালয়ের সহকারি প্রক্টর মো. জহুরুল আনিস বলেন, মার্কেটিং বিভাগ ও ফাইন্যান্স বিভাগের শিক্ষার্থীদের মধ্যে একটা ঘটনা ঘটেছে, এধরনের একটি অভিযোগ প্রক্টর অফিসে জমা দিয়েছে। বিষয়টি প্রক্টর স্যারকে অবহিত করেছি। আমরা বিভাগের মাধ্যমে বিষয়টি নিয়ে কথা বলার চেষ্টা করছি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে