গুগলের নতুন চমক, স্মার্টফোনেই মিলবে গাড়ির চাবি

প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৩; সময়: ১২:৫৭ অপরাহ্ণ |
গুগলের নতুন চমক, স্মার্টফোনেই মিলবে গাড়ির চাবি

পদ্মাটাইমস ডেস্ক : বাজারে এলো গুগলের নতুন চমক। নতুন এই চমকের ফলে গাড়ির চাবি ব্যবহার করা যাবে স্মার্টফোনেই। এখানেই শেষ নয়। ব্যবহারকারীরা তাদের ডিজিটাল গাড়ির চাবি অন্যদের সঙ্গে শেয়ার করতে পারবেন।

গুগল ২০২১ সালেই ঘোষণা করেছিল যে তারা এমন একটি ফিচার নিয়ে কাজ করছে, যা ব্যবহারকারীদের অ্যান্ড্রয়েড ডিভাইসের মাধ্যমে গাড়ির ডিজিটাল চাবি ব্যবহারের অভিজ্ঞতা দেবে।

ব্যবহারকারীরা এই ডিজিটাল চাবি দিয়ে গাড়ি আনলক করার সুবিধা পাবেন। তবে আপাতত কোম্পানিটি মার্কিন যুক্তরাষ্ট্রের গ্রাহকদের জন্য ফিচারটি উন্মুক্ত করছে।

যে কাজ করে এই ফিচার
ডিজিটাল ভার্সনের গাড়ির চাবি ব্যবহারকারীরা ফোনে শুধুমাত্র একবার ট্যাপ করেই তাদের গাড়ি আনলক করতে পারেন। তবে এর জন্য ডিভাইসটির এনএফসি রেঞ্জের মধ্যে থাকা আবশ্যক।

ডিজিটাল চাবি কিভাবে শেয়ার করবেন
ডিজিটাল গাড়ির চাবি যেমন গুগল ওয়ালেটে সেভ করা যাবে, তেমনই অন্যদের সঙ্গেও শেয়ার করা যেতে পারে। এর মাধ্যমে, গাড়ির মালিকও জানতে পারবেন তার গাড়িটি কোন সময় কে ব্যবহার করেছিলেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে