স্মার্টফোনে কম দামের স্ক্রিন প্রটেক্টর লাগালে যে ক্ষতি

প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৩; সময়: ১০:৩২ পূর্বাহ্ণ |
স্মার্টফোনে কম দামের স্ক্রিন প্রটেক্টর লাগালে যে ক্ষতি

পদ্মাটাইমস ডেস্ক : স্মার্টফোনের ডিসপ্লের সুরক্ষার জন্য সবাই স্ক্রিন প্রটেক্টর লাগান। এক্ষেত্রে বাছ-বিচার না করেই কম দামের প্রটেক্টর লাগানো হয়। আপনি কি জানেন, কমদামী টেম্পার্ড গ্লাসে একেবারে নষ্ট হয়ে যেতে পারে মোবাইলের অরিজিনাল স্ক্রিন।

আপনার মোবাইলকে স্ক্র্যাচের হাত থেকে বাঁচাতে স্ক্রিন গার্ড ব্যবহার ছাড়া অন্য কোনও রাস্তাও খোলা নেই আমাদের কাছে। অনেকেই সস্তার স্ক্রিন গার্ড কিনে ব্যবহার করেন মোবাইলে।

কিন্তু সস্তার যে তিন অবস্থা, তা তারা টের পেয়ে যান হাড়ে হাড়েই। কারণ সস্তার টেম্পার্ড গ্লাসে স্ক্র্যাচ পড়ে অনেক বেশি। আর তেমন স্ক্রিন গার্ড কিন্তু মোবাইলকে সুরক্ষা দেওয়ার চেয়েও ক্ষতিই বেশি করে। ওই সব সস্তার স্ক্রিনগার্ডে কাচের স্তর ফাটলে তার ধারে অনেক সময়েই ফেটে যায় মোবাইলের অরিজিনাল স্ক্রিনও।

স্ক্রিনের সঙ্গে স্ক্রিন গার্ডের অনেকখানি গ্যাপ থেকে যাওয়ার কারণেও মোবাইল হাত থেকে পড়লে স্ক্রিন গার্ডের পাশাপাশি ভেঙে যায় স্ক্রিনও।

কিন্তু সস্তার স্ক্রিন গার্ডের তুলনায় দামী স্ক্রিনগার্ডগুলোর সুরক্ষা দেওয়ার ক্ষমতা অনেক বেশি। তার প্রথম কারণ একটু দামী স্ক্রিন গার্ডগুলো অনেক বেশি স্ক্র্যাচপ্রুফ হয়। ফলে টুকটাক আঁচড়ের প্রভাব টেম্পার্ড গ্লাসের উপরের স্তরে পড়তে দেয় না। তবে হাত থেকে পড়লে মোবাইলের স্ক্রিন ভাঙার ঝুঁকি একেবারেই নেই বললে কিন্তু মিথ্যা বলা হবে। কারণ তেমন উচ্চতা থেকে পড়লে স্ক্রিন এবং স্ক্রিনগার্ড দুটাই ফাটবেই।

তবে দামী স্ক্রিনগার্ডগুলো এমন প্রযুক্তি ব্যবহার করে বানানো হয়, যাতে এক স্তরের উপরে অন্য স্তরের চাপ সরাসরি পড়ে না। তাছাড়া স্ক্রিনগার্ডের ধার অর্থাৎ এজের আকারের উপরেও অনেকটাই নির্ভর করে আপনার মোবাইলের সুরক্ষা। তাই দামী স্ক্রিনগার্ডগুলোতে মোবাইল অনেকটাই বেশি নিরাপদে থাকে।

তাই যদি স্ক্রিন গার্ড লাগাতেই হয়, তাহলে ফুটপাথ থেকে না কিনে, ভালো স্ক্রিন গার্ড লাগানোর পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞেরা।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে