কচুয়ায় দুর্বৃত্তদের আগুনে পুড়েছে ব্যবসায়ীর দোকান
প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৩; সময়: ৪:৫৯ pm |
খবর > আঞ্চলিক
নিজস্ব প্রতিবেদক, কচুয়া : চাঁদপুরের কচুয়ার নাহারা গ্রামে আবুল মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডে এক ব্যবসায়ীর দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে।
এতে দোকানে থাকা নগদ টাকা, মালামালসহ প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে বলে ফারুক ভ্যারাইটিজ স্টোরের মালিক সুমন মিয়া দাবী করেন। উপজেলার নাহারা মোর এলাকায় শনিবার মধ্যরাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ব্যবসায়ী সুমন মিয়া জানান, শনিবার রাতে শত্রুতার জের ধরে কে বা কাহারা দোকানের নিচ দিয়ে আগুন ধরিয়ে দেয়।
আগুনের লেলিহান চারদিকে ছড়িয়ে পড়লে স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
ততক্ষণে দোকানে থাকা নগদ টাকা ও মালামাল পুড়ে যায়। অগ্নিকান্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
খবর পেয়ে কচুয়া থানার সেকেন্ড অফিসার নাজিম উদ্দিনসহ অন্যান্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।