নেপালে বিমান বিধ্বস্ত: ৩২ লাশ উদ্ধার

প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৩; সময়: ১:৩২ অপরাহ্ণ |
নেপালে বিমান বিধ্বস্ত: ৩২ লাশ উদ্ধার

পদ্মাটাইমস ডেস্ক : নেপালের কাঠমাণ্ডুভিত্তিক ইয়েতি এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হয়েছে। কাঠমাণ্ডু থেকে দেশটির অন্যতম পর্যটন নগরী পোখারায় রোববার স্থানীয় সময় সকাল ১০টা ৩৩ মিনিটের দিকে বিধ্বস্ত হয়। এই ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৩২ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

পোখারায় সেতি নদীর ঘাটে বিধ্বস্ত হওয়া বিমানটিতে ৭২ জন আরোহী ছিলেন। তাদের মধ্যে ৬৮ জন যাত্রী এবং চার জন ক্রু। তাদের মধ্যে দুই জন পাইলট এবং দুই জন বিমানবালা।

এই ঘটনায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। নেপালে বিমান দুর্ঘটনা খুবই সাধারণ ঘটনা। শুধু অভ্যন্তরীণ ফ্লাইটই নয়, একাধিক বিদেশি বিমানও সেখানে বিধ্বস্তের ঘটনা ঘটেছে।সাম্প্রতিক বছরগুলোতে নেপালে বেশ কয়েকটি গুরুতর বিমান বিপর্যয় ঘটেছে।

গত ৩০ বছরে নেপালে প্রায় ৩০টি প্রাণঘাতী বিমান দুর্ঘটনা ঘটেছে। পোখারা বিমান দুর্ঘটনার আগে সবচেয়ে সাম্প্রতিক তারা এয়ারের একটি বিমান দুর্ঘটনায় ২২ জনের মৃত্যু হয়।

সূত্র: কাঠমাণ্ডু পোস্ট ও হিমালয়ান টাইমস

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে