যে দুই পাত্রে খাবার খেতে নিষেধ করেছেন মহানবী (স.)

প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৩; সময়: ১:০৫ অপরাহ্ণ |
খবর > ধর্ম
যে দুই পাত্রে খাবার খেতে নিষেধ করেছেন মহানবী (স.)

পদ্মাটাইমস ডেস্ক : ইসলাম ছোট-বড় সব বিষয়ে নির্দেশনা দিয়েছে। কোনো বিষয়কে এড়িয়ে যায়নি। এমনকি কোন পাত্রে পানাহার করা মুমিন ব্যক্তির অনুচিত ও অকল্যাণকর তারও নির্দেশনা দিয়েছেন প্রিয়নবী (স.)। যাতে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার উম্মতের জন্য সহজ হয়।

হজরত হুজাইফা (রা.) বর্ণিত একটি হাদিসে এসেছে, তিনি বলেন, ‘রাসুলুল্লাহ (স.) সোনা ও রুপার পাত্রে পানাহার করতে আমাদের নিষেধ করেছেন এবং চিকন ও মোটা রেশম পরিধান করতে নিষেধ করেছেন।’ (বুখারি ৫৪২৬, ৫৬৩২, ৫৬৩৩, ৫৮৩১, ৫৮৩৭; মুসলিম: ২০৬৭; তিরমিজি: ১৮৭৮; নাসায়ি: ৫৩০১; আবু দাউদ: ৩৭২৩)

নবীজি (স.) ইরশাদ করেছেন, ‘যে ব্যক্তি রুপা ও সোনার পাত্রে খাবে কিংবা পান করবে সে যেন তার পেটে জাহান্নামের আগুন ঢকঢক করে ঢুকিয়ে দিচ্ছে।’ (সহিহ মুসলিম: ২০৬৫)

আবদুল্লাহ ইবনু উকায়ম (রহ.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা হুজায়ফা (রা.)-এর সঙ্গে মাদায়েন নগরীতে ছিলাম। হুজায়ফা (রা.) পানি পান করতে চাইলে এক গ্রাম্য মাতবর তাঁর কাছে রুপার পাত্রে পানি নিয়ে এলো। তিনি তা ছুড়ে মারেন এবং বলেন, আমি তোমাদের (এটি ছুঁড়ে মারার কারণ) জানাচ্ছি। তাকে আমি নিষেধ করেছিলাম, সে যেন এতে করে আমাকে পানি পান না করায়। কারণ রাসুলুল্লাহ (স.) বলেছেন, তোমরা স্বর্ণ ও রৌপ্য পাত্রে পান করবে না এবং মোটা রেশমি বস্ত্র ও মিহি রেশমি বস্ত্র পরিধান করবে না। কেননা দুনিয়ায় এসব কাফেরদের জন্য, আর তোমাদের জন্য তা হবে পরকালে-কেয়ামত দিবসে। (সহিহ মুসলিম: ৫২২০)

আল্লাহ তাআলা আমাদেরকে হাদিস থেকে শিক্ষা নিয়ে সোনা ও রুপার পাত্রে পানাহার করা থেকে বিরত থাকার তাওফিক দান করুন। আমিন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে