লালপুরে পাওয়ার ক্রাশার উচ্ছেদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৩; সময়: ৪:৫৪ অপরাহ্ণ |
লালপুরে পাওয়ার ক্রাশার উচ্ছেদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, লালপুর : নাটোরের লালপুর উপজেলার দিলালপুর-রায়পুর গ্রামে আখমাড়াই করে গুড় তৈরীর কাজে ব্যবহৃত পাওয়ার ক্রাশার
উচ্ছেদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে পাওয়ার ক্রাশার মালিক ও গুড় ব্যবসায়ীরা।

শনিবার রায়পুর গ্রামে একটি খোলা মাঠে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা দাবী করেন, পাওয়ার ক্রাশারে (যন্ত্র আখ মাড়াই কল) আখ মাড়াই এর জন্য তাদের বৈধ কাগজপত্র রয়েছে। অথচ নর্থ বেঙ্গল সুগার মিলের কর্মকর্তাদের সহযোগীতায় প্রশাসন অবৈধভাবে গত ১১ জানুয়ারী রায়পুর দিলালপুর গ্রাম থেকে বেশ কয়েকটি পাওয়ার ক্রাশার তুলে নিয়ে গেছে। পাওয়ার ক্রাশার মালিকদের করা হয়েছে জরিমানা। শুধু তাই নয় এসময় পাওয়ার ক্রাশার মালিকদের সাথে অসৌজন্য মুলক আচরণও করা হয়েছে।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, করপোরাল (অব.) শামসুল হক, রবিউল ইসলাম, আবুল কালাম আজাদ, আলাউদ্দিন প্রমুখ।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে