দুবাইয়ে নির্মিত হচ্ছে বিশ্বের প্রথম থ্রিডি প্রিন্ট মসজিদ

প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৩; সময়: ২:৪৭ অপরাহ্ণ |
দুবাইয়ে নির্মিত হচ্ছে বিশ্বের প্রথম থ্রিডি প্রিন্ট মসজিদ

পদ্মাটাইমস ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নির্মাণ করা হচ্ছে বিশ্বের প্রথম থ্রিডি প্রিন্ট মসজিদ। আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের ভিশন ও নির্দেশনায় ২০২৫ সালে মসজিদটির নির্মাণকাজ শেষ হবে।

শুক্রবার (১৩ জানুয়ারি) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম খালিজ টাইমস জানিয়েছে, মসজিদটির একটি ফ্লোর হবে ২ হাজার স্কয়ার মিটারের। সেখানে ৬০০ ইবাদতকারী নামাজ আদায় করতে পারবেন। চলতি বছরের অক্টোবরে এই মসজিদের নির্মাণকাজ শুরু হবে।

প্রতিবেদনে বলা হয়েছে, মাত্র তিন জন কর্মী ও একটি রোবট মিলে এই মসজিদটি বানাবে। প্রিন্টারটির কাঁচামাল এবং একটি স্বতন্ত্র কংক্রিট মিশ্রণসহ প্রতি ঘন্টায় দুই বর্গ মিটার নির্মাণ মুদ্রণ করার ক্ষমতা রয়েছে।

চার মাসের মধ্যেই থ্রিডি প্রিন্টিং প্রযুক্তি ব্যবহার করে কাঠামোটি নির্মাণ করা হবে। এটি নির্মাণ করবে ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিস বিভাগ (আইএসিএডি)।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে