নন্দীগ্রামের গছাইলে একদিকে ইসলামী জালসা, অপরদিকে খড়ের গাদায় আগুন

প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৩; সময়: ১২:৩৫ অপরাহ্ণ |
নন্দীগ্রামের গছাইলে একদিকে ইসলামী জালসা, অপরদিকে খড়ের গাদায় আগুন

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় গছাইল গ্রামে একদিকে ইসলামী জালসা চলছিল। অপরদিকে খড়ের গাদায় আগুন জ্বালিয়ে পুড়িয়ে দিল দূর্বৃত্তরা। এতে প্রায় ২৪ হাজার টাকা ক্ষতি হয়েছে ওই কৃষকের।

শনিবার (১৪ জানুয়ারি) সকালে উপজেলার ভাটগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ এতথ্য নিশ্চিত করেছেন। শুক্রবার রাতে নন্দীগ্রাম উপজেলার গছাইল গ্রামে এঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে উপজেলার গছাইল গ্রামে বাৎসরিক ইসলামী জালসা অসুষ্ঠিত হয়। এ উপলক্ষে গ্রামের প্রতিটি বাড়িতে আত্মীয়-স্বজন নিয়ে সবাই ব্যস্ত ছিল। এই সুযোগে দূর্বৃত্তরা ওই গ্রামের কৃষক আব্দুল আজিজের ৮ বিঘা জমির খড়ের গাদায় আগুন দেয়। আগুনের শিখা দেখে গ্রামের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, এঘটনায় কেউ অভিযোগ করেনি। তবে অভিযোগ পেলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে