সৌদিতে আলাদা করা হলো জোড়া লাগা শিশু আলী-ওমরকে

প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৩; সময়: ৫:৪০ অপরাহ্ণ |
সৌদিতে আলাদা করা হলো জোড়া লাগা শিশু আলী-ওমরকে

পদ্মাটাইমস ডেস্ক : সৌদি আরবে সফল অস্ত্রোপচারের মাধ্যমে আলাদা করা হয়েছে আলী ও ওমর নামে জোড়া লাগা দুই যমজ শিশুকে। তারা ইরাকের নাগরিক।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবিয়া শুক্রবার (১৩ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটিতে প্রকাশিত তথ্য অনুযায়ী, সৌদি আরবের কিং আব্দুল্লাহ হাসপাতালে হয় আলী ও ওমরের অস্ত্রোপচার। এতে অংশ নেন ২৭ জন চিকিৎসক, বিশেষ দক্ষতাসম্পন্ন নার্স এবং অন্যান্য স্বাস্থ্য কর্মীরা।

সৌদির বাদশা সালমান এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের বিশেষ নির্দেশনায় ওমর ও আলীকে আলাদা করার অস্ত্রোপচার সম্পন্ন করেন চিকিৎসকরা।

এই জটিল অস্ত্রোপচারে গঠিত মেডিকেল দলের নেতৃত্বদানকারী ডাক্তার আব্দুল্লাহ বিন আব্দুল্লাজিজ আল-রাবেয়াহ জানিয়েছিলেন, অস্ত্রোপচারটি ছয় ধাপে করা হবে এবং এটি সম্পন্ন হতে ১১ ঘণ্টা সময় লাগতে পারে।

ওই সময় তিনি জানিয়েছিলেন, অস্ত্রোপচারটি সফল হওয়ার সম্ভাবনা ৭০ ভাগ। কারণ শিশু দুটির তলপেট এবং বুকের নিচের অংশের দিকটি জোড়া লেগে আছে।

১৯৯০ সাল থেকে সৌদিতে জোড়া লাগানো শিশুদের আলাদা করানোর বিষয়টি চলে আসছে। এখন পর্যন্ত হাসপাতালটিতে ৫৪ জোড়া শিশুর অস্ত্রোপচার করা হয়েছে। এর মধ্যে পাঁচটি ছিল ইরাকের।

এদিকে জোড়া লাগা শিশু জন্ম নেওয়ার বিষয়টি খুবই বিরল। প্রতি ১ লাখ ৮৯ হাজার শিশুর মধ্যে এমন একটি ঘটনা দেখা যেতে পারে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে