বার্সেলোনাকে ফাইনালে তুলে গর্বিত টের স্টেগেন

প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৩; সময়: ৪:১৫ অপরাহ্ণ |
খবর > খেলা
বার্সেলোনাকে ফাইনালে তুলে গর্বিত টের স্টেগেন

পদ্মাটাইমস ডেস্ক : মাঠে দুই ঘণ্টার বেশি সময়ের দাপাদাপিতে ফল আসেনি পক্ষে। বার্সেলোনা শেষ পর্যন্ত তাকিয়ে ছিল মার্ক-আন্ড্রে টের স্টেগেনের দিকে। দলকে হতাশ করেননি পরীক্ষিত এই সেনানী। টাইব্রেকারে দুটি শট ঠেকিয়ে বার্সেলোনাকে ফাইনালে তুলে উচ্ছ্বসিত এই গোলকিপার।

স্প্যানিশ সুপার কাপের দ্বিতীয় সেমি-ফাইনালে শেষ সময়ের নায়ক টের স্টেগেন। রিয়াদের কিং ফাহাদ স্টেডিয়ামে টাইব্রেকারে রিয়াল বেতিসের দুটি শট ঠেকিয়ে বার্সেলোনাকে ফাইনালে তোলেন এই গোলকিপার।

ম্যাচের নির্ধারিত সময়ে একটি করে গোল করে দুই দল। পরে অতিরিক্ত সময়েও দুই দলের জালে বল ঢোকে একবার করে। ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে। সেখানে পরম নির্ভরতায় ব্যবধান গড়ে দেন টের স্টেগেন।

তুমুল লড়াইয়ের ম্যাচে শেষ পর্যন্ত জিততে পেরে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন টের স্টেগেন। নিজের পারফরম্যান্সেও তৃপ্ত ৩০ বছর বয়সী গোলকিপার।

“দারুণ এক ম্যাচ ছিল এটি, এমন ম্যাচ সমর্থকরা যা দেখে মজা পায়। আমি নিজেকে নিয়ে গর্বিত। আমার মনে হয়, গত বছর থেকে নিজের ক্যারিয়ার ও জীবনের খুব ভালো সময় কাটাচ্ছি।”

“আমাদের জন্য ম্যাচটি কঠিন ছিল, বিশেষ করে বিরতির পর। কারণ, বল দখলের লড়াইয়ে দাপট ছিল ওদের এবং আমাদের জন্য কাজ কঠিন করে তোলে ওরা।

মাঝমাঠে ওরা অনেক এগিয়ে ছিল এবং ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রেখেছিল। কঠিন লড়াই করে সামনে এগোতে হয়েছে আমাদের।”

ফাইনালে টের স্টেগেনদের অপেক্ষায় আরেকটি কঠিন লড়াই। রোববার শিরোপার লড়াইয়ে তারা মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের। ভালেন্সিয়ার বিপক্ষে প্রথম সেমি-ফাইনালে তারাও জিতেছে টাইব্রেকারে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে