রাজশাহীতে দিপ্তী পরিষদের আয়োজনে ব্যাডমিন্টন খেলা

প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৩; সময়: ২:৪৫ অপরাহ্ণ |
খবর > খেলা
রাজশাহীতে দিপ্তী পরিষদের আয়োজনে ব্যাডমিন্টন খেলা

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে জমকালো আয়োজনে দিপ্তী পরিষদ ব্যানারে ব্যাডমিন্টন খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ জানুয়ারী) রাত ৮ টার দিকে আনুষ্ঠানিকভাবে খেলাটির উদ্বোধন করা হয়। প্রতি বছরের মতো এবারও জমকালো আয়োজনে খেলাটির উদ্বোধন করেন দিপ্তী পরিষদের নেতৃবৃন্দরা।

এবারের খেলায় তরুণ এবং প্রাপ্তবয়স্ক সকলেই অংশগ্রহন করতে পারবেন।

ব্যাডমিন্টন খেলতে আসা একজন জানান, শীতের সময় রাতে ব্যাডমিন্টন খেলতে অনেক ভালো লাগে এছাড়াও ব্যাডমিন্টন খেললে শরীর ফিট থাকে এবং শীত নিবারণ হয়।

খেলতে আসা আরেকজন জানান, শীতের মধ্যে ব্যাডমিন্টন খেলার মজাই আলাদা। আমাদের জন্য দিপ্তী পরিষদের বড় ভাইরা এতো সুন্দর আয়োজন করার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শুধু এ বছর না প্রতিবছর আমাদের জন্য এরকম আয়োজন করেন দিপ্তী পরিষদ।

ব্যাডমিন্টন খেলতে আসা একজনের অভিভাবক জানান, ২০০৬ সাল থেকে প্রতিবছর ব্যাডমিন্টন খেলার আয়োজন করেন দিপ্তী পরিষদের নেতৃবৃন্দরা। আমার ছেলে অনেক উৎসাহিত খেলার জন্য। খেলার জন্য সন্ধ্যার আগে পড়াশোনা করে রেডি থাকছে। আমরা নিজেরাও অনেক খুশি এতো সুন্দর আয়োজনের জন্য কারণ খেলাধুলা করলে যেমন মন ভালো থাকে তেমন মাদক থেকেও দুরে থাকতে সাহায্য করে।

খেলাটির আয়োজক রায়হানুল হক হিরণ জানান, বেশ কয়েকবছর থেকে আমরা এলাকার ছেলেদের জন্য দিপ্তী পরিষদের আয়োজনে ব্যাডমিন্টন খেলার আয়োজন করে আসছি। তবে প্রতিবারের চেয়ে এবার ব্যাতিক্রম ভাবে খেলাটির পরিবেশন করার চেষ্টা করেছি। এবার তরুন ও যুবকদের খেলার ব্যবস্থা করেছি।

তিনি আরো বলেন, আমরা সবসময় চেষ্টা করি তরুনরা যেন সবসময় খেলাধুলার মধ্যে থাকে। খেলাধুলার মধ্যে থাকলে যেমন মন ভালো থাকে তেমন মাদকের মতো ভয়াবহতা থেকে দূরে থাকে। আমাদের দিপ্তী পরিষদের উদ্দেশ্য হচ্ছে কোন যুবক যেন মাদকের মধ্যে না জড়িয়ে যায় আর সে কারনেই ব্যাডমিন্টন খেলাটির আয়োজন করে থাকি প্রতিবছর।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে