নন্দীগ্রামে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৩; সময়: ৫:৩৮ অপরাহ্ণ |
নন্দীগ্রামে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়ার নবাগত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেছেন।

মতবিনিময় সভায় সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক, গণমাধ্যম কর্মী, ব্যবসায়ী প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা শিফা নুসরাতের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) রায়হানুল ইসলামের পরিচালনায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, নবাগত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম।

এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন রানা, পৌরসভার মেয়র আনিছুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, উপজেলা মৎস্য কর্মকর্তা ফেরদৌস আলী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন, জেলা পরিষদের সদস্য মুকুল হোসেন, ভাটরা ইউপি চেয়ারম্যান মোরশেদুল বারী, মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন ও নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা প্রমুখ।

মতবিনিময় সভা শেষে জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ উদ্বোধনসহ বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে