ফিলিপাইনে মুরগির ‘দ্বিগুণ দাম’ পেঁয়াজের

প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৩; সময়: ৫:৩৯ অপরাহ্ণ |
ফিলিপাইনে মুরগির ‘দ্বিগুণ দাম’ পেঁয়াজের

পদ্মাটাইমস ডেস্ক : দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনে পেঁয়াজের দামে আগুন লেগেছে। দেশটিতে বুধবারও প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে ৫০০ পেসোতে (৯.১১ ডলার)। যা এক কেজি মুরগির দামের দ্বিগুণ।

অপরদিকে গরুর মাংসের চেয়ে প্রায় ২৫ শতাংশ বেশি। বর্তমানে ৫০০ পেসোতে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হলেও এক সপ্তাহ আগে এটি ৭৫০ পেসো পার হয়েছিল।

কেন দেশটিতে আকাশ ছুঁয়েছে নিত্য ও অতি প্রয়োজনীয় এ পণ্যটির দাম?

মূলত জলবায়ু পরিবর্তনের কারণে ফিলিপাইনে পেঁয়াজ উৎপাদন বহুলাংশে হ্রাস পেয়েছে। গ্রীষ্মমন্ডলীয় দেশ ফিলিপাইনে তাপমাত্রা এবং বৃষ্টিপাত বাড়ায় উৎপাদনে বড় ধরনের বিঘ্ন ঘটিয়েছে।

ফিলিপাইনে ২০২২ সালের আগস্টে বেশ কয়েকটি মৌসুমী ঝড় আঘাত হানে। যার বিরূপ প্রভাব পড়েছে দেশটির কৃষির ওপর। এছাড়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে জ্বালানির মূল্য বৃদ্ধিও কৃষি পণ্যের মূল্য বৃদ্ধিতে অবদান রেখেছে।

এছাড়া গত বছরের ডিসেম্বরে পেঁয়াজ আমদানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল দেশটির কৃষি মন্ত্রণালয়। তারা বলেছিল, দেশে পর্যাপ্ত পেঁয়াজ আছে। কিন্তু পরবর্তীতে এ ধারণা ভুল প্রমাণিত হয়। এটিও অভ্যন্তরীণ বাজারে দাম বৃদ্ধির অন্যতম কারণ।

তবে নিষেধাজ্ঞা তুলে নিয়ে এখন বিদেশ থেকে ২২ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানির মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা চলছে। দেশটির সরকারের আশা, আমদানি পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আনবে।

পেঁয়াজ ছাড়াও ডিমের মতো নিত্য প্রয়োজনীয় পণ্যের দামও সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে দিন দিন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে