থমকে আছে বিমানবন্দর সড়ক

প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৩; সময়: ১১:৩৫ পূর্বাহ্ণ |
থমকে আছে বিমানবন্দর সড়ক

পদ্মাটাইমস ডেস্ক : রাজধানী বিমানবন্দর সড়কের বনানী থেকে আব্দুল্লাহপুরগামী লেনে তীব্র যানজটে থমকে আছে। এ যানজটে নাকাল যাত্রী ও চালকরা। গত রাত থেকেই এই সড়কে যানজট দেখা দেয় ভোর থেকে তা প্রকট আকার ধারণ করে। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে সাতটার দিকে খিলক্ষেত এলাকায় যানজটে আটকে থাকা গাড়ির সারি কুড়িল বিশ্বরোড এলাকা ছাড়িয়ে যায়।

জানা গেছে, টঙ্গীর তুরাগ তীরে আগামীকাল শুক্রবার ফজরের নামাজের পর আমবয়ানের মাধ্যমে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমা। এতে যোগ দিতে দলে দলে মানুষ গাজীপুরের টঙ্গীতে আসছেন, এর প্রভাব পড়েছে সড়কে।

সকালে সরেজমিনে দেখা গেছে, খিলক্ষেতে যানজটে আটকে আছে আবদুল্লাহপুরগামী যানবাহন। সড়কের অপর পাশে আব্দুল্লাহপুর থেকে বনানীগামী লেনেও দেখা গেছে ধীরগতি। অনেক মানুষ গাড়ির অপেক্ষায় ফুটপাতে দাঁড়িয়ে আছেন। কেউ কেউ ঝুঁকি নিয়ে ধীরগতিতে চলা গাড়ির সামনে দিয়ে ছুটে যাচ্ছেন গন্তব্যের বাসে উঠতে। এছাড়া বিদেশ যাত্রীদের ফ্লাইট ধরতে পায়ে হেঁটে যাচ্ছে বিমানবন্দরের দিকে এগুতে দেখা যায়।

চাকরিজীবী রোকসানা আক্তার প্রায় আধা ঘণ্টা ধরে বাসে ওঠার চেষ্টা করেছেন। তিনি বলেন, বনানী যাব। কিন্তু বাস যা আসছে সব ভরা। অফিসের সময় শেষ হয়ে যাচ্ছে। মহিলা মানুষ ভীড়ের মধ্যে হুড়াহুড়ি করে তো উঠতে পারি না। ফার্মগেটে যাচ্ছিলেন জহির ইসলাম। তিনি বলেন, ধাক্কাধাক্কি করে ঝুঁকি নিয়ে বাসে উঠলাম। কিন্তু থমকে আছে যেন পুরো সড়ক।

এদিকে, আর্মি স্টেডিয়ামে থেকে মহাখালী পর্যন্ত সড়কে চাপ দেখা যায়নি। বিপরীত লেনেও গাড়ির গতি স্বাভাবিক। তবে মহাখালী বাস টার্মিনালের সামনের সড়কে থেমে থাকা দূরপাল্লার বাসের কারণে জট দেখা গেছে। আজমেরী পরিবহনের বাসের হেলপার শুভ বলেন, ইজতেমাকে কেন্দ্র করে রাস্তায় চাপ সৃষ্টি হয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে