মাউশিতে অভিযোগ প্রতিকার বিষয়ক প্রশিক্ষণ

প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৩; সময়: ১:১২ অপরাহ্ণ |
মাউশিতে অভিযোগ প্রতিকার বিষয়ক প্রশিক্ষণ

পদ্মাটাইমস ডেস্ক : মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে অভিযোগ প্রতিকার বিষয়ক অনলাইন প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

আগামী ১৬ জানুয়ারি থেকে শুরু হয়ে ১৯ জানুয়ারি পর্যন্ত চলবে এ প্রশিক্ষণ। এবারে ৬ষ্ঠ ও ৭ম ব্যাচে দেশের বিভিন্ন কলেজের ৬০ জন শিক্ষক এ প্রশিক্ষণে অংশ নিতে পারবেন।

বুধবার (১১ জানুয়ারি) মাউশির সহকারী পরিচালক (প্রশিক্ষণ) ড. নীহার পারভীন সাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ‘অভিযোগ প্রতিকার’ বিষয়ক অনলাইন প্রশিক্ষণ (২০২২-২০২৩ অর্থবছর) কার্যক্রম আগামী ১৬ জানুয়ারি থেকে শুরু হবে।

বর্ণিত প্রশিক্ষণের ৬ষ্ঠ ও ৭ম ব্যাচের প্রশিক্ষণ ১৬ জানুয়ারি থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। অনলাইন প্রশিক্ষণে মনোনীত কর্মকর্তাদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে