ক্যালিফোর্নিয়ায় শীতকালীন ঝড়ে মৃত্যু বেড়ে ১২

প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৩; সময়: ১:৩৯ অপরাহ্ণ |
ক্যালিফোর্নিয়ায় শীতকালীন ঝড়ে মৃত্যু বেড়ে ১২

পদ্মাটাইমস ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সপ্তাহব্যাপী বৈরী আবহাওয়া ও শীতকালীন ঝড়ে মৃত্যুবেড়ে ১২ জনে দাঁড়িয়েছে। এছাড়া অঙ্গরাজ্যটির উত্তরাঞ্চলজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর জানিয়েছে স্থানীয় প্রশাসন।

ঝড়ে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন এক লাখ ২০ হাজারেরও বেশি বাসিন্দা। এদিকে আগামী কয়েকদিনে আরও বেশ কয়েকটি বড় ধরনের ঝড় আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আবহাওয়া অফিস।

বৈরী আবহাওয়া আর সাম্প্রতিক শীতকালীন ঝড়ের তাণ্ডবে ধ্বংসের নগরী এখন ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চল। যেদিকেই চোখ যায় কেবলই ধ্বংসের ছাপ।

রাস্তাজুড়ে সারি সারি গাছ উপড়ে পড়েছে সেক্রামেন্টো শহরের। ঝড়ে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির শিকার এ শহরটি যেন পরিণত হয়েছে ভুতুড়ে নগরীতে।

ধসে পড়েছে ঘরবাড়ি, বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন এক লাখেরও বেশি মানুষ। বাড়ছে হতাহতের সংখ্যাও। অব্যাহত বৃষ্টিপাতে নদীর পানি বেড়ে দেখা দিয়েছে বন্যা পরিস্থিতি।

কেবল সেক্রামেন্টো না, ঝড়ে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে ক্যালিফোর্নিয়ার অন্যান্য শহরেও। আগামী কয়েকদিনে ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলজুড়ে আরও বেশ কয়েকটি ঝড়ের পূর্বাভাস দিয়েছে স্থানীয় আবহাওয়া বিভাগ। জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে