নাটোরে শিশু ধর্ষণ মামলায় একজনের ১০ বছর আটকাদেশ

প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৩; সময়: ৫:১৩ অপরাহ্ণ |
নাটোরে শিশু ধর্ষণ মামলায় একজনের ১০ বছর আটকাদেশ

নিজস্ব প্রতিবেদক, নাটোর : নাটোরে শিশু ধর্ষণ মামলায় আজানুর রহমান নামে একজনের দশ বছর আটকাদেশ দিয়েছেন নারী ও শিশু নির্যাতন আদালতের বিচারক।

সোমবার দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন। দন্ডিত আজানুর রহমান বড়াইগ্রাম উপজেলার কৃষ্ণপুর গ্রামের মুক্তার হোসেনের ছেলে। রায়ের সময় দন্ডিত আজানুর রহমান আদালতে উপস্থিত ছিল না।

আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালের ২ মে রাত্রি নয়টার দিকে উপজেলার কৃষ্ণপুর গ্রামের ১২ বছর বয়সী ভিকটিমকে একা পেয়ে একই এলাকার সোলাইমান হোসেনের ছেলে সোহেল রানা এবং মুক্তার হোসেনের ছেলে আজানুর রহমান বাড়ির পাশের একটি পরিত্যক্ত ঘরে নিয়ে গিয়ে পালা ক্রমে ধর্ষণ করে।

পরে ভিকটিমের পিতা বাদী হয়ে ৩ মে বড়াইগ্রাম থানায় ওই দুজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ সোহেল রানাকে মামলা থেকে অব্যাহতি দিয়ে চার্জশীট দাখিল করে।

মামলায় পলাতক আজানুর রহমানের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ায় আদালত তাকে ১০ বছরের আটক আদেশ দেন। স্বাক্ষ্য গ্রহন শেষে সোমবার দুপুরে এই রায় দিয়েছেন আদালত।

আদালতের স্পেশাল পিপি আনিছুর রহমান রায়ের সত্যতা নিশ্চিত করে জানান, মামলা করার সময় দন্ডিত আজানুরের বয়স ছিল ১৫ বছর।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে