বাঘায় অধ্যক্ষের কার্যালয়ের তালা ভেঙ্গে নগদ টাকা, ল্যাপটপ চুরি

প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৩; সময়: ৩:২৮ অপরাহ্ণ |
বাঘায় অধ্যক্ষের কার্যালয়ের তালা ভেঙ্গে নগদ টাকা, ল্যাপটপ চুরি

নিজস্ব প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় মীরগঞ্জ কলেজের অধ্যক্ষ্য’র কার্যালয়ের আলমারির তালা ভেঙে নগদ টাকাসহ চেক বই চুরির ঘটনা ঘটেছে। শনিবার(০৭-০১-২০২৩) দিবাগত রাতে চুরির এই ঘটনা ঘটে। রোববার সকালে কার্যালয় খুলে চুরির ঘটনা জানার পর থানায় লিখিত অভিযোগ করেছেন কলেজটির অধ্যক্ষ রেদুয়ান রহমান মাসুম ।

জানা যায়, একটি কক্ষের জানালার লোহার গ্রিল ভেঙ্গে চোরেরা অধ্যক্ষ্য’র কার্যালয় কক্ষে প্রবেশ করে। সেই কক্ষের ভেতর দিয়ে অপর দু’টি কক্ষে যায়। সেইসব কক্ষের লোহার আলমারি ও লোকার ভেঙ্গে একটি ল্যাপটপ ও কলেজের উপ- বৃত্তির নগদ ৫০,০০০ হাজার টাকা এবং অফিস সহকারী আবুল হাসেমের নগদ ৩০০০ টাকা সহ তার সোনালী ব্যাংকের একটি চেক বই চুরি করে নিয়ে যায়।

অধ্যক্ষ রেদুয়ান রহমান মাসুম জানান, শনিবার কলেজ ছুটির পরে কার্যালয়ের আলমারির ও দরজার তালা লাগিয়ে চলে যান। পরদিন রোববার সকালে কলেজে আসেন। পিয়ন রুমের তালা খুলতেই দেখেন আলমারি সহ রুমের আসবাবপত্র এলোমেলো। পরে দেখেন, কক্ষের লোহার আলমারি ও লোকার ভেঙ্গে একটি ল্যাপটপ ও কলেজের উপ- বৃত্তির নগদ ৫০,০০০ হাজার টাকা এবং অফিস সহকারী আবুল হাসেমের নগদ ৩০০০ টাকা সহ তার সোনালী ব্যাংকের একটি চেক বই নাই। বিষয়টি তাৎক্ষনিক বাঘা থানা কে অবগত করি। পরে লিখিত অভিযোগ করি। ওই রাতে কলেজটির নিয়োগপ্রাপ্ত জামাল উদ্দিনসহ কামাল হোসেন নামের আরেকজন নৈশ প্রহরীর দায়িত্বে ছিলেন বলে জানান অধ্যক্ষ।

কলেজে নৈশ প্রহরীর দায়িত্বে থাকা জামাল উদ্দিন বলেন, আমরা পাশের অন্য একটি ঘরে থাকি। তীব্র শীতের কারনে ওইদিন রাতে লেপের মধ্যে শুয়ে ঘুমিয়ে গেছি । কখন যে এই ঘটনা ঘটেছে বুঝতে পারি নাই ।

বাঘা থানার পরিদর্শক(তদন্ত) আব্দুল করিম জানান, কলেজে চুরি সংক্রান্ত অভিযোগ পেয়ে তদন্ত পূর্বক জড়িতদের সনাক্ত করে আইনের আওতায় নেওয়ার জন্য একজন এসআইকে দায়িত্ব দেওয়া হয়েছে। বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে বলে জানান পরিদর্শক আব্দুল করিম।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে