ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৩; সময়: ১:২৩ অপরাহ্ণ |
ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরদী : মেয়াদোত্তীর্ণ হওয়ায় ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

রোববার রাতে পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সবুজ ও সাধারণ সম্পাদক মীর রবিউল ইসলাম সীমান্ত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সবুজ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মেয়াদোত্তীর্ণ হওয়ায় কমিটি বিলুপ্ত করা হয়। শিগগিরই নতুন কমিটি হবে। এ জন্য আগ্রহীদের কাছ থেকে জীবনবৃত্তান্ত নেওয়া হবে।

ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সর্বশেষ ২০১৭ সালের ১৪ জানুয়ারি সরকারি কলেজ ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি হন খন্দকার আরমান এবং সাধারণ সম্পাদক সাব্বির হাসান।

২০২০ সালের ৮ অক্টোবর কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাব্বির হাসানসহ কয়েকজন মিলে ইপিজেডের একটি প্রতিষ্ঠানের ম্যানেজারকে মারধর করে তাঁর কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। এ ঘটনায় ঈশ্বরদী থানায় মামলা হলে আদালত সাব্বিরকে ১২ অক্টোবর কারাগারে পাঠায়। এরপর কেন্দ্রীয় ছাত্রলীগ বিজ্ঞপ্তির মাধ্যমে সাব্বির হোসেনকে দলীয় পদ থেকে অব্যাহতি দেন।

এছাড়াও ২০২২ সালের ৫ এপ্রিল উপজেলা ও পৌর ছাত্রলীগের নতুন কমিটি গঠন করা হয়। এতে ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি খন্দকার আরমান উপজেলার সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে