Microsoft Windows 11: কম্পিউটারে স্ক্রিনশট নেওয়ার নিয়ম

প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৩; সময়: ১:৪৫ অপরাহ্ণ |
Microsoft Windows 11: কম্পিউটারে স্ক্রিনশট নেওয়ার নিয়ম

পদ্মাটাইমস ডেস্ক : স্ক্রিনশট নেওয়ার সুবিধা জীবনের অনেক সমস্যাই কমিয়ে দিয়েছে। মোবাইল বা ল্যাপটপে খুব সহজেই কাজটি করা যায়। ভিডিওর কোনো মুহূর্ত বা তথ্য রেকর্ড রাখার সুবিধার্থে এটি ব্যবহার করা হয়।

অ্যান্ড্রোয়েড মোবাইল থেকে স্ক্রিনশট নেওয়া খুব সহজ। ল্যাপটপ বা কম্পিউটারের কিবোর্ডেও এই কাজটির জন্য কি-বোর্ড শর্টকাট থাকে। তবে উইন্ডোজ-১১ তে স্ক্রিনশট নিতে গিয়ে নাজেহাল হচ্ছেন ব্যবহারকারীরা। চলুন জেনে নেওয়া যাক কীভাবে উইন্ডোজ-১১ এ কাজটি করবেন।

স্নিপিং টুলের সাহায্যে

স্নিপিং টুলের সাহায্যে Windows 11-এ স্ক্রিনশট তুলতে পারেন খুব সহজে। জেনে নিন ধাপগুলো-

প্রথমেই স্টার্ট মেন্যুতে চলে যান। সেখানে সার্চ বারে গিয়ে snipping tool অপশনটি খুঁজে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনার স্ক্রিনের একটি স্ক্রিনশট তোলা হয়ে যাবে আপনাআপনি। সেটিকে বিভিন্ন আকারে কেটে নেওয়ার অপশন দেবে টুলটি।

এক্সবক্স গেইম বারের সাহায্যে 

Xbox Game Bar দিয়েও খুব সহজে স্ক্রিনশট নিতে পারেন। গেমারদের সাহায্য করার জন্যই এই টুলটি তৈরি হয়েছে। এটি দিয়ে গেমের ভিডিওর স্ক্রিনশট তুলে থাকেন গেমাররা। কীভাবে স্ক্রিনশট নেবেন চলুন জেনে নিই-

Win আর G কি-দুটি একসঙ্গে টিপুন। এরপর উপরে বাঁ-দিকে একটি ক্যাপচার লেখা অপশন দেখতে পাবেন। সেখানে গিয়ে স্ক্রিনশট অপশনে ক্লিক করলেই আপনার ভিডিও বা স্ক্রিনের স্ক্রিনশট বন্দি হয়ে যাবে।

কি-বোর্ড শর্টকাটের সাহায্যে 

প্রায় সব কি-বোর্ডেই প্রিন্ট স্ক্রিন অপশনের আলাদা কি থাকে। Windows 11-এর ক্ষেত্রে ওই PrtSc key একসঙ্গে প্রেস করে থাকলেই স্ক্রিনশট উঠে যাবে। তবে সেটিকে এমনি ছেড়ে দিলে হবে না। Paint, MS Word কিংবা কোনও এডিটিং অ্যাপে গিয়ে পেস্ট করতে হবে স্ক্রিনশটটিকে। এ জন্য আপনি ব্যবহার করতে পারেন ‘Ctrl + P’ শর্টকাটও।

ইনবিল্ড টুল ছাড়াও Windows 11-এ আপনি স্ক্রিনশট নিতে পারেন। তার জন্য অ্যাপস্টোর বা অনলাইনে আপনি পাবেন একাধিক থার্ড পার্টি অ্যাপ। সেসব দিয়ে কাজটি করতে পারেন সহজেই।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে