পার্টি করে শাস্তি পেলেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন

প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৩; সময়: ১:০৭ অপরাহ্ণ |
খবর > খেলা
পার্টি করে শাস্তি পেলেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন

পদ্মাটাইমস ডেস্ক : ফ্রান্সকে হারিয়ে দীর্ঘ ৩৬ বছর পর বিশ্বকাপ ফুটবলের শিরোপা পুনরুদ্ধার করেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। স্বপ্ন জয়ের পর উদযাপনের জন্য আলবিসেলেস্তে ফুটবলারদের যথেষ্ট সময় দিয়েছিল ক্লাবগুলো। যাদের অনেকেই আবার আবেদন করে বাড়িয়ে নেয় সময়। এবার এই ছুটি সংক্রান্ত বিষয় নিয়েই শাস্তির মুখে পড়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের ফুটবলার এনজো ফার্নান্দেজ।

বিশ্বকাপের শিরোপা জয়ের উদযাপন শেষে নিজ ক্লাব বেনফিকায় ফিরে একটি ম্যাচও খেলেছিলেন এনজো। তবে ব্রাগার মাঠে ৩০ ডিসেম্বরের সেই ম্যাচে ৩-০ গোলে হারের পর আবারও আর্জেন্টিনায় ফিরে যান এই মিডফিল্ডার।

মূলত নতুন বছরকে উদযাপন করতে আর্জেন্টিনায় চলে যান এনজো। তবে যাওয়ার আগে ক্লাবকে বলে যাননি তিনি। এর ফলে শাস্তির মুখে পড়তে হয়েছে তাকে। পোর্তিমোনেন্সের বিপক্ষে ম্যাচে বেনফিকা কোচ রজার শ্মিট বেঞ্চেও রাখেননি ফার্নান্দেজকে।

এই প্রসঙ্গে বেনফিকা কোচ বলেন, ‘তার (এনজো) আর্জেন্টিনায় যাওয়ার অনুমতি ছিল না। দুইটি ট্রেনিং সেশন মিস করেছে সে। এটা কোনভাবেই মেনে নেওয়া যায় না।’

তিনি আরও বলেন, ‘ফার্নান্দেজ যা করেছে, তা ঠিক নয়। এজন্যই সে এই ম্যাচে নেই। তার সবকিছু পরিষ্কার। তবে আমার বলতে ভালো লাগছে, আগামীকাল (আজ) সে আমাদের সঙ্গে অনুশীলনে নামবে।’

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে