সুজানগর উপজেলা ছাত্রলীগের অনুমোদন দেওয়া কমিটি একদিন পরেই বাতিল করল জেলা ছাত্রলীগ

প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৩; সময়: ৪:৪০ অপরাহ্ণ |
সুজানগর উপজেলা ছাত্রলীগের অনুমোদন দেওয়া কমিটি একদিন পরেই বাতিল করল জেলা ছাত্রলীগ

নিজস্ব প্রতিবেদক, সুজানগর : পাবনার সুজানগর উপজেলা ছাত্রলীগ কর্তৃক অনুমোদনের একদিন পরেই শুক্রবার উপজেলার দুলাই ইউনিয়ন শাখা কমিটি স্থগিত এবং উপজেলার সরকারি ডাঃ জহুরুল কামাল ডিগ্রি কলেজ শাখা কমিটি বাতিল ঘোষণা করেছে জেলা ছাত্রলীগ।

শুক্রবার(৬ জানুয়ারী) পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সবুজ ও সাধারণ সম্পাদক মীর রাব্বিউল ইসলাম সীমান্ত স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। বিষয়টির সত্যতা নিশ্চিত করে জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সবুজ ও সাধারণ সম্পাদক মীর রাব্বিউল ইসলাম সীমান্ত জানান, সরকারি কলেজ শাখা ছাত্রলীগের কমিটি অনুমোদনের এখতিয়ার উপজেলা ছাত্রলীগের না থাকলেও সুজানগর উপজেলা ছাত্রলীগ সরকারি ডাঃ জহুরুল কামাল ডিগ্রি কলেজ শাখা কমিটি অনুমোদন দেওয়ায় নতুন ওই কমিটি বাতিল এবং উপজেলার দুলাই ইউনিয়ন শাখা ছাত্রলীগের নতুন কমিটি সম্মেলন না করেই এবং ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ী না হওয়ায় উপজেলা ছাত্রলীগ কর্তৃক অনুমোদিত এ কমিটি স্থগতি করা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার(৫ জানুয়ারী) সজল আহসান সৌরভকে সভাপতি, মো.ইমন খানকে সাধারণ সম্পাদক এবং শুভ আলম ও রাকিবুল ইসলাম পায়েলকে সাংগঠনিক সম্পাদক করে দুলাই ইউনিয়ন ছাত্রলীগ এবং উপজেলার সরকারি ডাঃ জহুরুল কামাল ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের মো.ওয়াহিদুজ্জামান জুয়েলকে সভাপতি, হাসিবুল হাসান, শান্ত ও শেখ ইফতেখার আহমেদ রবিন সহ-সভাপতি, আব্দুল আলিম প্রাং সাধারণ সম্পাদক,শেখ রাকিব ও শেখ কারিম যুগ্ন সাধারণ সম্পাদক এবং সৌরভ আলী ও নাসিম হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে এক বছরের জন্য নতুন কমিটি অনুমোদন দেন সুজানগর উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম তমাল ও সাধারণ সম্পাদক তুষার আহমেদ।

তবে জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দের সাথে পরামর্শ করেই নতুন ওই কমিটিগুলো অনুমোদন দেওয়া হয়েছিল বলে দাবী করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম তমাল ও সাধারণ সম্পাদক তুষার আহমেদ।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে